এম এ আই সজিব, হবিগঞ্জ থেকে : জেলার বাহুবলে হত্যার শিকার ৪ শিশুর পরিবারকে পরিকল্পনা মন্ত্রী লোটাস কামাল ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু’র ব্যাক্তিগত বরাদ্দ থেকে পাওয়া ২,৫০,০০০ টাকা তুলে দেয়া হয়েছে।
এছাড়াও বাহুবল আলিফ সোবহান চৌধুরী মহাবিদ্যালয়ের গভার্নিং বডির পক্ষ থেকে নিহত শুভ, মনির, তাজেল ও ইসমাইলের ব্যবহৃত জিনিস রাখার জন্য একটি করে ছোট আলমারীয়া দেয়া হয়েছে।
হত্যার শিকার চার শিশুর মায়েদের কাছে শনিবার বিকেলে টাকা ও আলমারী তোলে দেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
এসময় সুন্দ্রাটিকি গ্রামের মুরুব্বিয়ান ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি বিকেলে মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭) ও তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)।
নিখোঁজের পাঁচ দিন পর বুধবার সকালে উপজেলার সুন্দ্রাটিকি এলাকা থেকে এক কিলেমিটার দূরে ইছাবিলে তাদের বালিচাপা লাশ উদ্ধার করে পুলিশ।
ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে পুলিশ সাতজনকে আটক করেছে। পরে আটক রুবেল, জুয়েল, বশির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকান্ডের বর্ণনা দেন।
এদিকে, বৃহস্পতিবার ভোরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মামলার প্রধান আসামি বাচ্চু নিহত হন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj