[caption id="attachment_2029" align="alignleft" width="300"] বগুড়া থেকে পুলিশ প্রহরায় কোচ-বাস চালানোর সিদ্ধান্ত[/caption]
বগুড়া ব্যুরো :: ২০ দলীয় জোটের অবরোধ সত্ত্বেও বগুড়ার পরিবহন মালিক ও শ্রমিকরা দুরপাল্লার বাস-কোচ এবং আন্তঃজেলা বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার দুপুরে সার্কিট হাউজে জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোজাম্মেল হক, হাইওয়ে পুলিশের এসপি, র্যাবের কোম্পানী কমান্ডার, বিজিবি সদস্য, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ্ আখতারুজ্জামান ডিউক, সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, যুগ্ম সম্পাদক আমিনুর রহমান, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ, সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলাল, আন্তঃজেলা ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান, ভারপ্রাপ্ত সম্পাদক খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে পুলিশ প্রহরায় দুরপাল্লার বাস-কোচ ও আন্তঃজেলা বাস চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।
বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ্ আখতারুজ্জামান ডিউক ও আন্তঃজেলা ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান জানান, সামনে ও পিছনে পুলিশ প্রহরায় ১০টি করে কোচ-বাস ঢাকার দিকে যাবে। ডিউক আরও জানান, বিকাল থেকে কিছু কোচ চলাচল শুরু হয়েছে। ঢাকা থেকে কয়েকটি কোচ এসেছে। আজ শনিবার পরিস্থিতি দেখে আন্তঃজেলা ও থানার বাস চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। আবদুল মান্নান জানান, তাদের ট্রাক চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। এদিকে পুলিশ প্রহরায় বাস-কোচ চালানোর সিদ্ধান্ত নেয়ায় জনগণের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj