হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকায় পিতাকে হত্যার অভিযোগে কুলাঙ্গার দুই পুত্রকে আটক করেছে পুলিশ। এদিকে ময়নাতদন্ত শেষে বৃদ্ধের লাশ তার বোন পুতুলা বেগমের জিম্মায় দিয়েছে পুলিশ।
এর আগে শুক্রবার দুপুরে ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বৃদ্ধের দুই পুত্র জুয়েল আহমেদ (৩৫) ও আল আমিন (২৫) কে আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।
শুক্রবার ওই সময় ময়নাতদন্তের পর লাশ নিয়ে যাওয়াকালে নিহত বৃদ্ধের বোন ও দুই পুত্রদের মাঝে বাকবিতণ্ডা হয়। বিষয়টি সন্দেহের সৃষ্টি হলে পুলিশ দুই পুত্রকে আটক করে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মাহমুদাবাদ এলাকার বাসিন্দা কিতাব আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। এ মৃত্যু নিয়ে নানা রহস্যের সৃষ্টি হয়। পুলিশ বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
শুক্রবার বিকালে তার লাশ ময়নাতদন্ত শেষে তার বোনের জিম্মায় দিলে গ্রামের বাড়ি সদর উপজেলার দরিয়াপুরে তার দাফন সম্পন্ন করা হয়।
নিহত কিতাব আলীর বোন পুতুলা বেগম জানান, সম্প্রতি অলিপুর এলাকায় বেশ কিছু জমি বিক্রি করে টাকা ব্যাংকে জমা রাখেন তার ভাই। বৃহস্পতিবার সকালে ৫ তলা বাসা নির্মাণ ও দেনাদারের পাওনা পরিশোধের জন্য টাকাগুলো ব্যাংক থেকে উত্তোলন করেন। এরপর থেকেই টাকা নিতে দুই পুত্র তার উপর নির্যাতন শুরু করে। এ নির্যাতনের কারণে তার ভাইয়ের মৃত্যু হয়েছে বলে পুতুলা বেগম জানান।তবে তার ভাইয়ের মৃত্যুর পর থেকে টাকাগুলোর কোন হদিস পাওয়া যাচ্ছে না।
তিনি আরো জানান, কিতাব আলীর আরো কিছু জমি অলিপুর এলাকায় রয়েছে। জমিগুলো অধিক মূল্যে বিক্রির প্রস্তাব আসে তার নিকট। জমি বিক্রির টাকা পেতে ও আরো জমি বিক্রি করতে স্ত্রী-পুত্র কন্যারা কিতাব আলীকে চাপ প্রয়োগ করে আসছিলেন দীর্ঘদিন ধরে। কিন্তু কিতাব আলী এখনই জমি বিক্রি করতে চাননি বলে তাদের সাথে পারিবারিক কলহ দেখা দেয়।এরই জের ধরে তার স্ত্রী-পুত্র কন্যারা তাকে হত্যা করেছে বলে বৃদ্ধের সহোদর দুই বোন এবং গ্রামবাসী কেউ কেউ দাবি করেন।
এ ব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে আটক দুই ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ ব্যাপারে মামলা করা হবে।
শনিবার (৫ মার্চ) তাদেরকে রিমাণ্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj