হামিদুর রহমান,মাধবপুর থেকে:
হবিগঞ্জের মাধবপুর বাজার থেকে স্কুল ছাত্র অন্তর মোদক কে অপহরনের আরেক সদস্য মিতু প্রকাশ মিন্টু সাগর (৫৫)কে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে বুল্লা ইউনিয়নের মুহাম্মদপুর গ্রামে এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত মিতু প্রকাশ মিন্টু সাগর(৫৫) উপজেলার বুল্লা ইউনিয়নের মুহাম্মদ পুর গ্রামের আঃ রশিদের ছেলে। মামলার তদন্তকারী কর্মকতা এসআই মমিনুল ইসলাম জানান, মাধবপুর বাজারের মিষ্টি ব্যবসায়ী বলাই মোদকের বাড়িতে আসা যাওয়ার সুবাধে গত ১০ ফেব্রুয়ারী অপহরণকারী চক্রের মূল হোতা ছুট্রো মিয়া বলাই মোদকের ছেলে অন্তর মোদক কে মোটর সাইকেলে বেড়ানোর কথা বলে মোটার সাইকেলে তুলে একটি সংঘবদ্ধ অপহরনকারী চক্রের হাতে তুলে দেয়। পরে অপহরনকারী চক্র অন্তরের বাবার নিকট মোবাইল ৩০ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। এ ব্যাপারে অন্তরের বাবা বলাই মোদক বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করে। পরে গত ১৩ ফেব্রুয়ারী ভোর রাতে মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলামের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর সোনারামপুর এলাকায় অভিযান চালালে অপহরনকরী চক্র পুলিশ কে লক্ষ্য করে হামলা করে। এ সময় পুলিশ ৪ রাউন্ড গুলি ছুড়ে । এ সময় অপহরনকারী চক্র মোটার সাইকেলে অন্তর কে নিয়ে পালিয়ে যায়। পুলিশের গুলিতে আহত অপহরনকারী চক্রের সদস্য ইকরাম মীর্জা(২৮) কে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হয়।
মাধবপুর থানার উপ পরিদর্শক(এস,আই) মমিনুল ইসলাম বলেন, পুলিশের হাতে গ্রেফতারকৃত অপরহণকারী চক্রের মূল হোতা ছুট্রো ও ইকরাম মীর্জাকে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে । ২ দিনের রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে অপরহকারী চক্রের মুল হোতা ছোট্র ও ইকরাম মীর্জা শিশু অন্তর অপরহণে তাদের সহযোগী হিসাবে মিতু প্রকাশ মিন্টু সাগরের জড়িত থাকার কথা স্বীকার প্রকাশ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দুপুর উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে মিতু প্রকাশ মিন্টু সাগর কে গ্রেফতার করা হয়। ২ দিনের রিমান্ড শেষে ছোট্র ও ইকরাম মীর্জা জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj