নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ : হবিগঞ্জের মরহুম দুই আওয়ামী লীগ নেতার পরিবারের সদস্যদের জন্য বরাদ্দকৃত ১৬ লাখ টাকার চেক প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রধামন্ত্রীর কার্যালয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুম দুই আওয়ামী লীগ নেতার পরিবারের সদস্যদের হাতে এ চেক তুলে দেন। এ সময় হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির উপস্থিত ছিলেন।
বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ইউপি চেয়ারম্যান, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি কাকুল শাহরিয়ার চৌধুরী পিপলুর পরিবারের পক্ষে ১০ লাখ টাকার চেক গ্রহণ করেন তার শ্বশুর মোতাব্বির হোসেন চৌধুরী, স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী ও দুই পুত্র আমিরুল ইসলাম চৌধুরী, মাশরুফ চৌধুরী এবং মেয়ে শারমিন আক্তার রিম্মি চৌধুরী।
এছাড়া লাখাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম মোরশেদ কামাল তালুকদার মোশাহিদের পরিবারের পক্ষে ৬ লাখ টাকার চেক গ্রহণ করেন তার স্ত্রী লাকী আক্তার। এ সময় তার সাথে ছিলেন পুত্র জোহা ও আরিয়াল এবং লাকী আক্তারের ভাই জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান।
উল্লেখ্য, বাহুবল উপজেলা আওয়ামী লীগ সভাপতি, ইউপি চেয়ারম্যান, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি কাকুল শাহরিয়ার চৌধুরী পিপলু ২০১৫ সালের ৩ আগস্ট কিডনীজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এছাড়া লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং লাখাই উপজেলা আওয়ামী লগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল তালুকদার মোশাহিদ (৩৬) মাধবপুর উপজেলার হরষপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারান।
পরবর্তীতে উভয় নেতার অকাল মৃত্যুতে তাদের পরিবার-পরিজনের পক্ষে হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির প্রধানমন্ত্রীর নিকট আর্থিক সাহায্য পাওয়ার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাঁর ত্রাণ তহবিল থেকে কাকুল শাহরিয়ার চৌধুরী পিপলুর পরিবার-পরিজনের জন্য ১০ লাখ টাকা ও মোরশেদ কামাল তালুকদার মোশাহিদ-এর পরিবারের জন্য ৬ লাখ টাকা মঞ্জুর করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj