এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর আসনের এমপি আলহাজ্ব মোঃ আবু জাহিরের নির্দেশের পরও বন্ধ হচ্ছে না সদর হাসপাতালের দালালদের উপদ্রব। এমপির নির্দেশের পর কিছুদিন দালালদের উৎপাত বন্ধ থাকলেও কতিপয় অসাধু কর্মচারিদের যোগসাজসে আবারো হাসপাতালে দালালদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। ফলে গ্রামগঞ্জ থেকে হাসপাতালে আসা রোগীরা প্রতারিত হচ্ছেন।
দালালরা হাসপাতালে আসা রোগীদের টানা হেচরা ও জোরজবরদস্তি করে তাদের পছন্দসই ক্লিনিকে নিয়ে যাচ্ছে। এতে করে রোগীরা পড়ছেন চরম ভোগান্তিতে। একটি সূত্র জানিয়েছে, ইদানিং সদর হাসপাতালে দালালের পাশপাশি একটি চক্র গড়ে উঠেছে যাদের অধিকাংশই রিকশা চালক। তারা সকাল ৯ টা থেকে বিকাল পর্যন্ত জরুরী বিভাগের সামনে রিকশা নিয়ে অপেক্ষা করে। রোগীরা আসলেই কৌশলে তাদেরকে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, ওই সব রিকশা চালকদের ভাড়ায় নিতে চাইলে যায় না। তারা খাপ ধরে বসে তাকে গ্রামগঞ্জ থেকে আসা রোগীদেরকে তাদের ভাগে নিতে। অনেক রিকশা চালকদের দেখা যায়, ঘন্টার পর ঘন্টা বসে থাকার পরও তারা দুপুর বেলা নিকটস্থ দামি নামী হোটেলে দুপুর বেলার খাবার খাচ্ছে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগের সামনে দালাল ইউনুস ও সোহেল মিয়া রোগীদের সাথে আলাপচারিতায় মগ্ন রয়েছে। তারা রোগীদেরকে প্রলোভন দিয়ে অন্যত্র নিয়ে যাবার চেষ্টা করছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj