এম এ আই সজিব, হবিগঞ্জ থেকে : জেলার বাহুবলে চার শিশু হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিচ্ছেন মামলার অন্যতম আসামি শাহেদ আহমেদ ওরফে ছায়েদ (২৫)।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শাহেদ আহমেদ ওরফে ছায়েদ হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাওছার আলমের আদালতে ১৬৪ ধারায় জাবানবন্দি দেয়।
তার জবান বন্দীতে সে জানায়, হত্যার মূল হোতা আব্দুল আলী বাগল ছিলেন। শিশুদেরকে বাগলের লেবু বাগানে নিয়ে শ্বাসরোদ্ধ করে হত্যা করা হয় এবং পরে বস্থায় করে ৪ শিশুকে ইসাবিল এলাকায় নিয়ে বালিচাপা দেওয়া হয়।
গত ২৪ ফেব্র“য়ারী শাহেদকে সিলেটের বিশ্বনাথ এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-৯ এর একটি দল।
পরদিন ২৫ ফেব্র“য়ারী তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোক্তাদির হোসেন রিপন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে ২৯ ফেব্র“য়ারি হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাওছার আলমের আদালতে তাকে আবারও হাজির করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
প্রসঙ্গত, গত ১২ ফেব্র“য়ারি খেলতে গিয়ে নিখোঁজ হয় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে স্থানীয় স্কুলের ২য় শ্রেণীর ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই আব্দুল আজিজের ছেলে ৪র্থ শ্রেণীর ছাত্র তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে ১ম শ্রেণীর ছাত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)। পাঁচ দিন পর গত ১৭ ফেব্র“য়ারী সকালে গ্রাম থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে ইসাবিল এলাকা থেকে বালিচাপা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj