সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ থেকে।। কারো হাতে মোরগ, কারো হাতে মোমবাতি, কারো হাতে মিষ্টি। কেউ এসেছে রোগ সারাতে, আবার কেউ এসেছেন আলৌকিক হাতের দৃশ্যটি এক নজর দেখতে। এমন ঘটনা ঘটেছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জনান, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের ফকির বাড়ি পুরনো একটি বট গাছের ভিতর হাত আকৃতি আঠাঁলো জাতীয় স্তুপ নিয়ে গত কয়েকদিন ধরে উপজেলা জুরে তোলপাড় চলছে। গুজবের কুটচাঁল আর জনতার ভীড় নিয়ে নানা কৌতুহল দেখা দিয়েছে। স্থানীয় মৌলভী বা প্রবীণরা এনিয়ে নীরবতা পালন করছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে বিরুপ মন্তব্যের ঝড় উঠেছে। তবে গ্রামের অনেকেই দাবী করছেন এলাকাতে অনেক ওলি আউলিয়ার মাজার রয়েছে, এটা হয়তো তাদেরই কেরামতি।
আবার এটাকে গুজব বলেও উড়িয়ে দিচ্ছেন অনেকেই। স্থানীয় সূত্রে জানা যায়, এনাতাবাদ গ্রামের ফকির বাড়ি ৩৬০ আউলিয়ার সফর সঙ্গী হযরত শিপাহসালার নাছির উদ্দিন (রহ:) অন্যতম সহযোগী হযরত শাহ চেরাগ আলীর মাজার বিদ্যমান রয়েছে। মাজারের নিকটবর্তী অরক্ষিত কবর স্থানে প্রায় শত বছরের পুরনো একটি বট গাছ রয়েছে। গত রবিবারে জনৈক মহিলা লাকড়ি কুঁড়াতে গিয়ে গাছের ভিতর হাতের মতো একটি দৃশ্য দেখে লোকজনকে অবহিত করেন।
এ খবরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভীড় করেন। এবং ছবি তোলে ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়। মুহুর্তেই ছবিটি দেশে ও বিদেশে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বিরল দৃশ্য এবং চারদিকে বাঁশের বেষ্টনি ও মোমবাতি প্রজ্জলিত দেখা যায়। একটি তালায় ভাংতি পয়সা ছাড়াও শত শত উৎসুক জনতা উপস্থিতি পরিলক্ষিত হয়। অর্ধশতাধিক লোকজন এনিয়ে একেক রকম মন্তব্য করছেন। প্রাচীণ বটবৃক্ষ থেকে একরকম রস নির্গত হয়। যা দেখতে মুর্তিসহ অনেক আকৃতির দেখা যায়। প্রকৃত অর্থে এটি বটগাছের একরকম রস। এমনটাই মনে করছেন সচেতন মহল। তবে তা মানতে নারাজ এক শ্রেণীর মানুষ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj