মোঃ রহমত আলী, হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলার কল্যাণপুরের কুমারপাড়ার মৃৎ শিল্পের উন্নয়নে নারীসহ ৪০ জনকে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়েছে। তার সাথে এ শিল্পের উন্নয়নে তারা পাচ্ছেন ঋণও।
সনদপত্র বিতরণ করেন হবিগঞ্জ-সিলেট জেলার নারী আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
এ প্রশিক্ষণের আয়োজন কওে উপজেলা যুব উন্নয়ন।
কেয়া চৌধুরী বলেন- আপনাদের প্রশিক্ষণ ব্যবস্থা করেছি। আজ এর সদন বিতরণ করলাম। এখন আপনাদের মধ্য থেকে প্রথম পর্যায়ে ১০ জনকে এক লাখ টাকা দেয়া হবে ঋণ হিসেবে। এ টাকা দিয়ে এখানের মৃৎ শিল্পকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি বলেন- এ শিল্পটি আর অবহেলিত থাকবে না। এটিকে আধুনিক করা হবে। এজন্য আপনাদের প্রশিক্ষণ দিয়ে সনদ দিলাম। আপনারা নিয়মনীতি অনুযায়ী ঋণ পাবেন।
হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তৃতা করেন- ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, আওয়ামীলীগ নেতা শামসুদ্দিন আহমেদ, শফিউল আলম চৌধুরী প্রমুখ।
সনদ নিতে আসা প্রশিক্ষণার্থীরা আশাবাদ ব্যক্ত করে বলেন- এমপি কেয়া চৌধুরী’র চেষ্টায় মৃৎ শিল্পের উপর পেলাম প্রশিক্ষণ। এখন পেয়েছি সনদ। এখানেই শেষ নয় তিনি আমাদেরকে এক লাখ টাকার ঋণ দেয়ার ঘোষণা দিয়েছেন। আশা করি অচিরেই পাব।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj