এম এ আই সজিব, হবিগঞ্জ থেকে : বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামে ৪ শিশুর মাটিচাপা লাশ উদ্ধারের ১২ দিন অতিবাহিত হলেও গ্রামের পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। নিহতদের বাড়িতে সার্বক্ষণিক পুলিশ প্রহরা রয়েছে। আতংকে গ্রামবাসি মুখে এক ধরণের কোলুপ এঁটে যে যার মতো কাজ করছেন। স্থানীয় সুন্দ্রাটিকি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা বাড়লেও ৪০ ভাগ পেরোয়নি। নিহতদের পরিবারের সদস্যদের শান্তনা দিতে এখনও বিভিন্ন স্থান থেকে নেতৃস্থানীয় লোকজন আসছেন। তদন্ত সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নানা প্রয়োজনীয় গ্রামে যাতায়াত করছেন। এ মর্মান্তিক ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে পুলিশ গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।
তারা হল ঃ আব্দুল আলী বাগাল, তার পুত্র জুয়েল ও রুবেল, ভাতিজা ছায়েদ মিয়া, দক্ষিণ হস্তখ্যাত হাবিবুর রহমান আরজু ও বশির মিয়া। এদের মধ্যে জুয়েল, রুবেল ও আরজু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আব্দুল আলী বাগালকে ১০ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সার্বক্ষণিক পুলিশ প্রহরা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে সোমবার দুপুরে আব্দুল আলী বাগালের ভাতিজা ছায়েদ মিয়াকে ৫ দিনের রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ ডিবি’র ওসি মুক্তাদির হোসেন তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কাওছার আলম-এর আদালতে হাজির করে পুনরায় ৩ দিনের রিমান্ডে নিয়েছেন।
তদন্ত কর্মকর্তা জানান, গত ২৫ ফেব্র“য়ারি ছায়েদ মিয়াকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সে জিজ্ঞাসাবাদে যে তথ্য দিয়ে তাতে মিল পাওয়া যায়নি। তাই তাকে আরো জিজ্ঞাসাবাদ দরকার।
এ ঘটনার অন্যতম হোতা সিএনজি অটোরিকশা চালক বাচ্চু মিয়া চুনারুঘাটে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
জুয়েল, রুবেল ও আরজু’র জবানবন্দি মতে আব্দুল আলী বাগালের জ্যেষ্ঠপুত্র বিল্লাল মিয়া, বন্দুকযুদ্ধে নিহত বাচ্চু মিয়ার ভাই উস্তার মিয়া ও বাবুল মিয়া এখনও ধরা পড়েনি।গত ১৭ ফেব্র“য়ারি দুপুরে উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের নিকটবর্তী ইছাবিলের বালুর গর্ত থেকে পুলিশ ওয়াহিদ মিয়ার পুত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের পুত্র তাজেল মিয়া (১০), চাচাত ভাই আব্দাল মিয়ার পুত্র মনির মিয়া (৭) ও একই বাড়ির আব্দুল কাদিরের পুত্র ইসমাঈল হোসেন (১০) এর লাশ উদ্ধার করে।
এর আগে ১২ ফেব্র“য়ারি বিকেলে ওই শিশুরা নিজগাঁও খেলার মাঠ থেকে বাড়ি ফেরার পথে পূর্ব ভাদেশ্বর গ্রাম থেকে নিখোঁজ হয়। অভিযোগে উঠে, একই গ্রামের সুন্দ্রাটিকি গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র বাচ্চু মিয়া তাদের সিএনজি অটোরিকশাযোগে অপহরণ করেছে।
ওই গ্রামের আব্দুল খালিক তালুকদার পঞ্চায়েতের সাথে পার্শ্ববর্তী আব্দুল আলী বাগালের পঞ্চায়েত নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরেই ওই শিশুদের অপহরণের পর শ্বাসরোধ করে লাশ মাটিচাপা দেয়া হয়। এ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আব্দুল আলী বাগাল, তার পুত্র জুয়েল ও রুবেল, আরজু ও বশিরকে গ্রেফতার করে। ছায়েদ মিয়াকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যমতে বাচ্চু মিয়াকে গ্রেফতারের সময় বন্দুকযুদ্ধ হয় বলে র্যাব দাবি করেছে। এ বন্দুকযুদ্ধে বাচ্চু মিয়া মারা যায়।
সোমবার সকালে গ্রামে গিয়ে দেখা যায়, সর্বত্র একটা নিঃস্তব্ধ অবস্থা বিরাজ করছে। গ্রামের লোকজন যে যার মতো কাম-কাজে যাচ্ছেন। প্রয়োজন ব্যতীত কেউ কারো সাথে কথাবার্তাও বলছেন না। সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা যথারীতি বিদ্যালয়ে উপস্থিত হলেও ছাত্রছাত্রীর উপস্থিতি তেমন একটা নেই। ৩৪০ জন ছাত্রছাত্রীর মাঝে উপস্থিত আছে দেড়শ’ জনের মতো। কথা হয় বিদ্যালয়ের ছাত্র তোফায়েল, লুবনা, তোষার ও জেরিণের সাথে। তারা জানায়, সহপাঠীদের অপহরণ ও হত্যাকান্ডের ভয় এখনও কাটেনি। শিক্ষক শাহজাহান তালুকদার বলেন, ঘটনার ১২ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত গ্রামবাসীর মাঝে স্বভাবিক অবস্থা ফিরে আসিনি। এ কারণে শিশুরা যেমন ঘর থেকে বের হতে চায় না, অনেক অভিভভাবকও তাদের সন্তানদের স্কুলে দিতে পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন না।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj