স্টাফ রিপোর্টার, বানিয়াচঙ্গ থেকে ॥
দুই কর্মীর হাতাহাতিকে কেন্দ্র করে বানিয়াচঙ্গ জনাব আলী কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সংঘটিত এ ঘটনায় ছাত্রদল ও ছাত্রলীগ পরস্পরকে পাল্টাপাল্টি দায়ী করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ কর্মী জয়নুল ও ছাত্রদল কর্মী জামিল ফেসবুক সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসের পেছনের ফটকে হাতাহাতিতে লিপ্ত হয়। জয়নুল ডা. ইলিয়াছ একাডেমির দশম শ্রেণির ছাত্র। আর জামিল জনাব আলী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় ছাত্রদল নেতাকর্মীরা জামিলের পক্ষ নেয়। অপরদিকে জয়নুলের পক্ষ নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ডাকাত সাইফুল ইসলাম ঝিলকির নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা দা ও রামদা দিয়ে কুপিয়ে শ্রেণি কক্ষের দরজা-জানালা ভাংচুর করে। এ সময় শ্রেণিকক্ষে থাকা সাধারণ শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে।
এ ব্যাপারে কলেজ ছাত্রদল নেতা ইলিয়াছ মিয়া জানান, কলেজের দরজা-জানালা ভাংচুরে ছাত্রদল নেতাকর্মীরা জড়িত নয়। ছাত্রদলের নেতাকর্মীকে আমি নিজে সামাল দিয়ে ক্যাম্পাস থেকে নিয়ে এসেছি। ছাত্রলীগ নেতাকর্মীরা দরজা-জানালা ভাংচুর করে এর দায় ছাত্রদলের ওপর চাপাতে চেষ্টা করছে।
কলেজ ছাত্রলীগ সেক্রেটারি রাজু আহমদ জানান, ঘটনার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রদলের দুই গ্র“প ক্যাম্পাসে সংঘাতে লিপ্ত হয়। তারা দা ও রামদা দিয়ে শ্রেণিকক্ষের দরজা-জানালা ভাংচুর করেছে। কলেজ ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ছাত্রলীগ তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে।
থানার ওসি বিশ্বজিৎ দেব ঘটনাস্থল গিয়ে ভাংচুরের সঙ্গে জড়িত ১২ জনের নাম সংগ্রহ করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj