এম এ আই সজিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন জাতীয় যুব সংহতি সভাপতি রফিক মিয়ার খন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকা-সিলেট রেল সেকশনের বাহুবলের বার আউলিয়া এলাকায় রেল লাইনের পাশ থেকে তার খন্ডিত-লাশ উদ্ধার করা হয়।
নিহত রফিক মিয়া (৩২) উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র।
রফিক মিয়ার স্ত্রী তাসলিমা জানান, রফিক মিয়া শনিবার রাতে খাবার খেয়ে পরিবারের সাথে ঘুমাতে যান। রাত ২টার দিকে তার স্ত্রী তাসলিমার ঘুম ভাঙ্গলে দেখতে পান স্বামী রফিক মিয়া বিছানায় নেই। দীর্ঘ অপেক্ষার পর রফিক মিয়া ঘরে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুঁজি শুরু করেন।
সকালে খবর পেয়ে বাহুবল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির পাশ থেকে রক্তমাখা গেঞ্জি, ধারালো অস্ত্র ও পাশের একটি পুকুর থেকে তার পরণের লুঙ্গি উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ নিহত রফিক মিয়ার চাচা জাহির মোল্লাহ (৫৭) ও কালাম মিয়া (৩০) কে আটক করে।নিহতের ছোট ভাই ছাদিক মিয়া জানান, বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে তার চাচা জাহির মোল্লাহর সাথে বিরোধ চলছিল।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, পুলিশ রফিক মিয়ার খ-িত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকা- সংঘটিত হতে পারে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj