এম এ আই সজীব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যার ঘটনার মূল হোতা আব্দুল আলী বাগালকে ১০ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। শনিবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলমের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বেলা পৌনে ২টায় বাগালকে আদালতে নেয়া হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে ১৮ ফেব্রুয়ারী তাকে ও তার ছেলে জুয়েল মিয়াকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়। জুয়েল মিয়া ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। উক্ত মামলায় এখন র্যাবের হাতে আটক সাহেদ আলী রিমান্ডে রয়েছে। আর কারাগারে রয়েছে আব্দুল আলীসহ মোট ৬ জন।
পুলিশের দাবি, আব্দুল আলী এ ঘটনার মূল হোতা। ১০ দিন রিমান্ডে নিলেও সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেনি। তবে তার দুই ছেলে জুয়েল ও রুবেল এবং তার অন্যতম সহযোগী হাবিবুর রহমান আরজু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারী নিখোঁজ হয় বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার দুই চাচাতো ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের আত্মীয় আবদুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন (১০) অপহরণ হয়। ১৩ ফেব্রুয়ারী (শনিবার) এ বিষয়ে থানায় সাধারণ ডায়রি করেন জাকারিয়া শুভর বাবা ওয়াহিদ মিয়া। ১৬ ফেব্রুয়ারী (মঙ্গলবার) থানায় অপহরণ মামলা দায়ের করেন নিহত মনির মিয়ার বাবা আব্দাল মিয়া। ১৭ ফেব্রুয়ারী (বুধবার) বাড়ির পার্শ্ববর্তী ইছাবিল নামক স্থান থেকে ওই চার শিশুর মাটিচাপা দেয়া লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিনই পুলিশ গ্রেফতার আব্দুল আলী বাগাল ও তার ছেলে জুয়েল মিয়াকে।
এর পর থেকে বিভিন্ন সময় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরও ৫ জনকে। এখনও পর্যন্ত উক্ত মামলায় গ্রেফতার হয় মোট ৭ জন। এর মাঝে আব্দুল আলী বাগালের ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া এবং তার অন্যতম সহযোগি হাবিবুর রহমান আরজু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। কারাগারে রয়েছে বাগালসহ মোট ৬ জন। আর রিমান্ডে রয়েছে র্যাবের হাতে আটক সাহেদ আলী। আদালতে স্বীকারোক্তি দেয়া আসামীদের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্টরা জানান, পঞ্চায়েতের দ্বন্দ্বের জের ধরেই ওই চার শিশুকে হত্যা করা হয়েছে। আর এর মূলে রয়েছে আব্দুল আলী বাগাল। তিনি নিজেকে পঞ্চয়েতের সর্দার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যই এ নির্মম হত্যাকান্ড ঘটানো হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj