মো. মামুন চৌধুরী, : তখন বেলা দুপুর। লোক সমাগম নেই। স্থানটি ইটাখোলা রেলওয়ে স্টেশন। এটি ঢাকা-সিলেট-চট্রগ্রাম রেলপথের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অবস্থিত। এ স্টেশনটির কার্যক্রম নেই। যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে রাত হলে এখানে জমে উঠে অপরাধীদের মিলনমেলা। কারণ স্থানটি তাদের জন্য নিরাপদ।
শুধু ইটাখোলা নয়, এ পথের আরো ৬টি স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। বন্ধ থাকায় এসব স্টেশনে কোনো যাত্রীও আসেন না। খোলা থাকলে যাত্রীরা এসব স্টেশন থেকে ট্রেনযোগে নানাস্থানে যাতায়াত করতে পারতেন।
জেলার এ রেলপথের ৫০ কিলোমিটারের মধ্যে হরেষপুর, কাশিমনগর, মনতলা, শাহপুর, তেলিয়াপাড়া, ইটাখোলা, নোয়াপাড়া, ছাতিয়াইন, শাহজিবাজার, সুতাং, শায়েস্তাগঞ্জ, লস্করপুর, সাটিয়াজুড়ি, রশিদপুরসহ ১৪টি স্টেশন রয়েছে।
এরমধ্যে কাশিমনগর, শাহপুর, তেলিয়াপাড়া, ইটাখোলা, ছাতিয়াইন, সুতাং, লস্করপুর স্টেশনসহ ৭টি বন্ধ রয়েছে।
বন্ধ থাকার ফাঁকে এসব স্টেশনের বিভিন্ন মালামাল চুরি হয়ে যাচ্ছে। এ ব্যাপারে কেউ কোনো প্রতিবাদ করছে না। রাতের বেলা স্টেশনগুলোতে অপরাধীদের আনাগোনা বেড়েই চলেছে। বন্ধ স্টেশনের ঘরগুলোতে অপরাধ কর্মকান্ডের পাশাপাশি অবৈধভাবে বসবাস করছে একশ্রেণীর লোকজন। এ ছাড়া ইটাখোলা স্টেশন পরিদর্শনকালে দেখা গেছে একটি ঘরে ছাগল রাখা হচ্ছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসমান গণি মল্লিক বলেন, অপরাধ দমনে আমরা সব সময় তৎপর। তবে এখানে আমাদের লোকবল কম। তারপরও আমরা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত।
উর্ধ্বতন উপ-প্রকৌশলী (পথ) বলেন, ‘লোকবল সংকটের ফলে স্টেশনগুলো বন্ধ রয়েছে। কবে নাগাদ চালু হবে আমার জানা নেই।’
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj