নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : শুক্রবার অনুষ্টিত হতে যাচ্ছে বাংলাদেশ সরকারী প্রাইমারী শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন। ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত নবীগঞ্জ সদর আর্দশ প্রাইমারী স্কুলে ভোট গ্রহন চলবে। এতে ৮ শত ১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অবাধ. সুষ্ট ও নিরপেক্ষভাবে ভোট গ্রহন সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন গঠিত নির্বাচন কমিশন। নির্বাচনে ১১টি পদের বিপরীতে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরমধ্যে সবঅপতি পদে রয়েছেন ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৩ জনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ৩০ জন প্রার্থী তাদের নির্ঘুম প্রচারনা শেষ করেছেন। মনোনয়নপত্র দাখিলের পর থেকে বিরামহীন ভাবে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ভোটারদের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা প্রার্থনা করেছেন।
আজকের নির্বাচনে কে হাসঁবে বিজয়ের হাসিঁ সেটার অপেক্ষায় রয়েছেন প্রতিদ্বন্ধি প্রার্থীরা। এ ব্যাপারে বিভিন্ন ভোটারদের সাথে আলোচনা করে জানাযায় সভাপতি পদে বার বার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী’র সাথে তুমোল প্রতিদ্বন্ধিতা হবে অপর প্রার্থী ভবানী শংকর ভট্রার্চায্যের। তবে শেষ পর্যন্ত শামীম চৌধুরী বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশী রয়েছে। সাধারণ সম্পাদক পদে লড়াই হবে ত্রিমুখী।
সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিউর রহমান ও বিগত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতাকারী বিপুল চন্দ্র দেব’র মধ্যে ত্রি-মূখী প্রতিদ্বন্ধিতা হলেও বিভিন্ন কারনে বিপুল চন্দ্র দেব রয়েছেন সুবিধাজনক অবস্থানে। সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন, শামীম আহমদ ও সজল চন্দ্র দাশ প্রতিদ্বন্ধিতা করছেন। এখানে দু’মূখী লড়াই’চলছে। তবে কে জিতবে এই মুহুর্তেও বলা যাচ্ছে না। এদিকে শুক্রবার উক্ত নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে ভোট কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পন্নসহ নানা সাজে সজ্জিত করেছেন নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচনে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি নানা শ্রেণী পেশার উপস্থিত নিশ্চিত করতে দাওয়া পত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী মাসুদুর রহমান। নির্বাচনে কে হাসঁবে বিজয়ের হাসিঁ তা দেখার গভীর আগ্রহে রয়েছেন ভোটার ও প্রতিদ্বন্ধি প্রার্থীরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj