নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আল মনসুর টেভেন্স এর স্বত্বাধীকারী বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মুনসুর আলী খাঁন মুকুল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্টান সোমবার দুপুরে বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত হয়।
গজনাইপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপের সভাপতিত্বে ও সাংবাদিক এম এ মুহিত এর সঞ্চালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ক্বারী শাহ সুলতান আহমদ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ- বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, উপজেলা শিক্ষা অফিসার সাদেক হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা অফিসার অজয় কুমার দাশ, অধ্যক্ষ তনুজ রায়, প্রধান শিক্ষক গৌরাপদ গোস্বামী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীপ্তেন্দু নারায়ন রায়, সাধারন সম্পাদক গোলাম রব্বানী, ইউপি সদস্য আজমল হোসেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক বিবিয়ানা পত্রিকার নির্বাহী মুরাদ আহমদ, সাংবাদিক বুলবুল আহমদ, ৭১ নিউজ টিভির নবীগঞ্জ প্রতিনিধি মতিউর রহমান মুন্না, এনটিভি নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু, সম্পাদক শিক্ষক রুবেল মিয়া, নরুল হক তুহিন, ফয়জুল ইসলাম।
প্রধান অতিথি এম এ মুনিম চৌধুরী বাবু বলেন, শিক্ষার উন্নয়ন ও শিক্ষাখাতের জন্য সরকারের দেওয়া বরাদ্দের মধ্যে বিশেষ ভাবে শিক্ষা প্রতিষ্টানে ব্যয় করে থাকি। আমি শিক্ষিত সমাজের মধ্যে সব সময় মিলে মিশে কাজ করতে চাই। তিনি ওই বিদ্যালয়ে নতুন বভন নির্মানের আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন চৌধুরী তার বক্তব্যে বলেন, শিক্ষিত ও শিক্ষানুরাগী লোক সমাজের নক্ষত্র। তিনি ওই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের খেলা ধুলার জন্য মাঠ ভরাট করার কাজের ২০হাজার টাকা প্রদান করার আশ্বাস দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj