নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মহান একুশে র্ফেরুয়ারী শহীদ দিবস উদযাপিত হয়েছে। রাত ১২.০১ মিনিটে স্থানীয় শহীদ মিনারের বেদীতে পুস্পমাল্য করেন উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। ভোর ৭টায় নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর নেতৃত্বে পৌর পরিষদ ও বিভিন্ন সংগঠন পুস্পমাল্য অর্পন করেছেন।
ওই সকাল ১০ টায় নবীগঞ্জ সদর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে অমর একুশে ফেব্রুয়ারী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচীর আয়োজন করে নবীগঞ্জ টাউন ক্লাব। গণপাঠাগারের সহযোগিতায় দিন ব্যাপী উক্ত রক্তদান কর্মসুচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ। উদ্বোধনের শুরুতেই প্রথম স্বেচ্ছায় ১ ব্যাগ রক্ত দান করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও হোমল্যান্ড আইডিয়াল স্কুলের অধ্যক্ষ তাপস আর্চায্য। এ কর্মসুচী পরিদর্শন করেন জেলা জাতীয় পাটির সভাপতি এমএ মুনিম চৌধুরী বাবু এমপি, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁন, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ও প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ নুর উদ্দিন (বীরপ্রতিক), প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, গণ পাঠাগারের সভাপতি আব্দুল আহাদ সাদী, পৌর কাউন্সিলর আব্দুস ছালাম, মোঃ সুন্দর আলী, এটিএম সালাম, বিশিষ্ট সমাজ সেবক আকলিছ মিয়া, জাসদের সাধারণ সম্পাদক মাসুদ আহমদ চৌধুরী প্রমূখ। দিন ব্যাপী স্বেচ্ছায় নারী-পুরুষ মিলে ৪৭ ব্যাগ রক্ত দান করেন। উক্ত কর্মসুচীতে নবীগঞ্জ টাউন ক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj