হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চার শিশু হত্যার ঘটনায় আরেক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খোন্দকারের কাছে অন্যতম আসামি জুয়েল মিয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে চার শিশু হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
জুয়েলকে চার শিশুর লাশ পাওয়ার দিন বুধবার রাতে গ্রেফতার করা হয়েছিল। পরের দিন তাকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ স্বীকারোক্তি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার জুয়েলের ছোট ভাই রুবেল মিয়া একই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
শনিবার গ্রেফতার আসামি সালেহ আহমেদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। সোমবার এই রিমান্ড আবেদনের শুনানি হবে। ওই দিন বশির ও আরজুরও রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হবে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির বলেন, জুয়েল রিমান্ডে যে কথা বলেছে, রুবেলের দেওয়া স্বীকারোক্তির সঙ্গে তার মিল রয়েছে। তবে কাউকে আড়াল করা হচ্ছে কি না এবং আরও কেউ জড়িত আছে কি না- তার জন্য জুয়েলকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, আজ রোববার কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল সুন্দ্রাটিকিতে পুলিশ অবস্থান করছে। এ মামলায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আসামিদের মধ্যে আব্দুল আলী বাগাল ১০ দিনের রিমান্ডে রয়েছে। আর তার দুই ছেলে রুবেল এবং জুয়েল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭), তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন (১০) নিখোঁজ হয়। ওই দিন বিকেলে তারা ভাদেশ্বর গ্রামে ফুটবল খেলা দেখতে গিয়েছিল। এ ব্যাপারে পর দিন ওয়াহিদ মিয়া বাদী হয়ে বাহুবল থানায় সাধারণ ডায়েরি করেন। তিনদিন পর বাহুবল মডেল থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন নিখোঁজ এক শিশুর পিতা। এই ঘটনার পর পুলিশের একাধিক টিম ও র্যাব মাঠে নামে শিশুদের অনুসন্ধানে। হবিগঞ্জের পুলিশ সুপারের পক্ষ থেকে শিশুদের সন্ধানদাতাকে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।
১৭ ফেব্রুয়ারি মাটি চাপা অবস্থায় চার শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
রুবেল মিয়ার দেওয়া স্বীকারোক্তি থেকে জানা যায়, সুন্দ্রাটিকি গ্রামে বাঘাল পঞ্চায়েত এবং তালুকদার পঞ্চায়েতের বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে। এক মাস পূর্বে বাঘাল ও তালুকদার পঞ্চায়েতের মাঝে থাকা একটি বরই গাছ কাটা নিয়ে বিরোধ দেখা দেয়। পরে বিষয়টি সামাজিকভাবে নিস্পত্তি করা হলেও সিএনজি চালক বাচ্চু মিয়া ও গ্রেফতার আরজু তালুকদার পঞ্চায়েতের শিশুদের হত্যার পরিকল্পনা করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj