এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : চুনারুঘাটের মুড়ারবন্দ মাজারে এক পীরের মরদেহ দাফনে বাঁধা প্রদান করেছেন তার ভাই আরেক পীর ও তার অনুসারীরা। এ নিয়ে দুই পীরের অনুসারীদের মাঝে উত্তেজনা ও সংঘর্ষের আশংকা দেখা দিলে পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি শান্ত করে লাশ দাফন করা হয়। শনিবার ওলিকুল শিরমনি হযরত শাহজালাল (রঃ) এর অন্যতম সফর সঙ্গী সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন (রঃ) এর মাজার মুড়ারবন্দে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল শনিবার ভোর রাতে সৈয়দ মোস্তফা কামাল পীরের ছোট ভাই সৈয়দ মরতুজা কামাল (রঃ) পীর (৭০) ইন্তেকাল করেন। সকাল ১০টার দিকে তার মরদেহ আত্মীস্বজন ওই মাজারে দাফন করার জন্য নিয়ে আসেন। কিন্তু মাজারে লাশ দাফনে বাধাঁ দেন সৈয়দ মোস্তফা কামাল পীরের পুত্র সৈয়দ মশিউল আবদাল তপু। এনিয়ে দুই পীরের (দুই ভাই) অনুসারী ও ভক্তবৃন্দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ সংঘর্ষের আশংকায় মাজার এলাকায় মোতায়েন করে বিপুল সংখ্যক পুলিশ।
এসময় মুড়ারবন্দ ছুটে আসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ সায়েদুল হক সুমন, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম ও চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী। কয়েক দফা আলোচনার পর বিকেলে সিদ্ধান্তক্রমে সৈয়দ লিয়াকত হাসান, সৈয়দ সালেহ মাহমুদ পীরের মাজারের ১০ থেকে ১২ হাত দুরে পীর মরতুজা কামালের লাশ দাফনের জন্য জমি দেখিয়ে দেন। পরে বিকেল ৩ ঘটিকায় জানাজার নামাজ শেষে নিহত পীরের লাশ দাফন করা হয়। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান জানান, উভয় পক্ষের সাথে কয়েক দফা আলোচনা শেষে সর্বসম্মতিক্রমেই লাশ দাফন করা হয়েছে। একটি সুত্র জানায়, মুড়ারবন্দ মাজারের শায়িত সৈয়দ কুতুবুল আউলিয়া (রঃ) এর (৩৬০ আউলিয়ার মধ্যে একজন) ছোট পুত্র সৈয়দ সালেহ মাহমুদ পীরের কবর রয়েছে মাজারে কাছে খোয়াই নদীর পাশে। নদী ভাঙ্গনে ওই পীরের মাজার নদীর গর্ভে চলে যাওয়ায় তার বংশধর বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খান্দুরার পীর সৈয়দ মোস্তফা কামাল নদীর ওপারে ২২২৮ দাগের ওয়াক্ফ স্টেটের ভূমি জমি লীজ নিয়ে খানকা তৈরী করে সেখানে তার ভক্ত ও অনুসারীদের নিয়ে ওরস পালন করে আসছেন। গতকাল ওই ভূমিতে সৈয়দ মরতুজা কামালের মরদেহ দাফন করতে নিয়ে এলে সৈয়দ মোস্তফা কামাল ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দাফনে বাধাঁ প্রদান করে এ উত্তেজনার সৃষ্টি হয়।
এ ব্যাপারে মাজার কমিটির লোকজন জানান, মাজার, মন্দির, গীর্জা, কবরস্থানসহ ওয়াক্ফ স্টেটের জায়গা পানি উন্নয়ন বোর্ড লীজ দিতে পারে না। এ ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড ওই জায়গাটি লীজ দিয়ে এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj