নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলে দুই দিন ব্যাপী শিক্ষা মেলার উদ্বোধন করা হয়েছে। শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাষ্টের সভাপতি মোঃ খুর্শেদ আলীর সভাপতিত্বে ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রকিব এর পরিচালনায় অনুষ্ঠানে শনিবার সকালে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল আয়োজিত দুইদিন ব্যাপী শিক্ষা মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার সৃজনশীল বিকাশ ও ডিজিটেলের উপর গুরুত্বারোপ করেছে। এদিক দিয়ে ইসলামী একাডেমী “পড়ে শিখব, করে শিখব, শিখনটাকে টেকশই করবো” এই শ্লোগানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে-কলমে সৃজনশীলতার বিকাশে যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবীদার। তিনি আরও বলেন, ইসলামী একাডেমীর উন্নয়নে আগামী তিন বছরের মধ্যে প্রায় ১ কোটি টাকার উন্নয়ন কাজ করা হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুজ জাহের, সাবেক জেলা জজ রণবীর পাল চৌধুরী, হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোজাফফর হুসেন, জহুরচান বিবি মহিলা কলেজের প্রতিষ্টাতা মুহাম্মদ আব্দুল কবির, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মোঃ সোলায়মান মিয়া, দৈনিক তরফ বার্তার সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, বিটিভির জেলা প্রতিনিধি ও দৈনিক দেশজমিন পত্রিকার সম্পাদক মোঃ আলমগীর খান সাদেক, মাসিক টাইটুম্বর পত্রিকার প্রকাশক মেজবাহ্ উদ্দিন জঙ্গী চৌধুরী, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক, কবি খন্দকার আনিসুল হক। বক্তব্য রাখেন সাবেক জাতীয় ফুটবলার আলহাজ্ব মোক্তার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, মোঃ আব্দুল মুকিত, বিশিষ্ট ব্যবসায়ী হাজি নুরুল ইসলাম তালুকদার, আবুল কাশেম শিবলু, আওয়ামী লীগ নেতা শেখ এ.কে.এম সুফি, নুরুল ইসলাম সরদার, উসমান আলী মিনু, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকমের সম্পাদক শাখাওয়াত হোসেন টিটু, পৌর যুবলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত।
অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রতিষ্টাতা মাওলানা আব্দুর শহীদ ও স্বাগত বক্তব্য স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক। স্কুলের শিক্ষার্থীদের পক্ষথেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৮ম শ্রেনীর ছাত্রী তানজিলা আক্তার রিমা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের শিক্ষক মাওঃ লুৎফুর রহমান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj