নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাদিঘী গ্রামে ৪ শিশু হত্যাকাণ্ডের ঘটনায় বাঘাল পঞ্চায়েতের নেতৃত্বদানকারী আব্দুল আলী বাঘাল চৌকিদার (৮০) ও তার পুত্র জুয়েল মিয়াসহ (২৫) দুইজন গ্রেফতার হয়েছেন।
বুধবার দিবাগত রাত প্রায় ৯টার দিকে বাহুবল মডেল থানা পুলিশ উপজেলার পাহাড়ি এলাকার রশিদপুর থেকে তাদের গ্রেফতার করেন।
এর সত্যতা নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি মো. জাকির হোসেন বলেন- ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। পুলিশ মাঠে রয়েছে।
এদিকে, হবিগঞ্জ সদর আধুনিত হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত চার শিশুকে গ্রামে নিয়ে আসা হয়। পরে রাত সাড়ে ৮টায় সুন্দ্রাদিঘী গ্রামের বড়ফুটবল মাঠে ৪ জনের জানাজার নামাজ সম্পন্ন হলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় হাজারো লোকের সমাগম হয়েছে।
উল্লেখ্য, সুন্দ্রাদিঘী গ্রামে আটটি পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে বড়ই গাছ কাটা নিয়ে বাঘাল পঞ্চায়েত ও তালুকদার পঞ্চায়ের দ্ব›দ্ব চলে আসছিল। এ ঘটনায় মাসখানেক পূর্বে দুই পঞ্চায়েতের মধ্যে ঝগড়া হয়। গ্রামের আট পঞ্চায়েতের মধ্যে তালুকদার পঞ্চায়েতের নেতৃত্ব দিচ্ছেন হাজী মাস্টার আব্দুল খালেক। অপরদিকে, বাঘাল পঞ্চায়েতের নেতৃত্ব দিচ্ছেন আব্দুল আলী বাঘাল চৌকিদার।
১২ ফেব্রয়ারি শুক্রবার বাড়ির পাশে খেলা করছিল তালুকদার পঞ্চায়েতের শিশুরা। এর মধ্য থেকে উপজেলার সুন্দ্রাদীঘি গ্রামের মোঃ ওয়াহিদ মিয়ার পুত্র সুন্দ্রাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের পুত্র চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার পুত্র প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের পুত্র সুন্দ্রাদিঘী মাদ্রাসার ছাত্র ইসমাঈল হোসেন (১০) নিখোঁজ হয়।
ঘটনার পরদিন শনিবার ১৩ ফেব্রুয়ারি নিহত জাকারিয়া আহমেদ শুভর বাবা ওয়াহিদ মিয়া বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কিন্তু এতে পুলিশ তেমন একটা ভূমিকা নেয়নি।
পরে বুধবার সকালে বাহুবল উপজেলার সুন্দ্রাদীঘি গ্রামের কুমারপাড়ার পাশের কামাইছড়া নদীর ইছাবিলে বালুর নীচ তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার পর থেকে বাঘাল পঞ্চায়েতের নেতৃত্বদানকারী আব্দুল আলী বাঘাল চৌকিদারসহ তার লোকেরা গ্রাম থেকে পালিয়ে যান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj