নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌর সভার মেয়রের সংবর্ধনাকে কেন্দ্র করে ইনাতগঞ্জ বিএনপি দু’গ্রুপে বিভক্ত দেখা দিয়েছে। উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নবীগঞ্জ পৌর সভার নব নির্বাচিত মেয়র পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরীকে ইনাতগঞ্জ বিএনপির এক পক্ষ বর্ধিত সভার সিদ্ধান্তের পরিপন্থি ঘরো পরিবেশে গত ১০ ফেব্রুয়ারী সংবর্ধনা দেয়।
এর প্রতিবাদে অপর পক্ষ মঙ্গলবার বিকেলে ইনাতগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইনাতগঞ্জ বাজারস্থ আব্দুল লতিফ মার্কেটে এক বর্ধিত সভার ডাক দেয়। উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইনাতগঞ্জ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন।
পরিচালনা করেন ছাত্রদল নেতা ওলিউর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন,সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা খছরু চৌধুরী, তৌফিক উল্লা, জাহান আহমদ জানার, এমদাদুর রহমান, ছাদিক মিয়া, ছেরাগ আলী, আজির উদ্দিন,আব্দুস শহীদ, মেহবুব আহমেদ মোশাহীদ, এনাম আহমেদ, নুর আলম, কামরুল ইসলাম, আলীনুর রহমান আলী, আছাব উদ্দিন, জালাল উদ্দিন, নসির আহমদ, আব্দুল মুকিত, লুৎফুর, যুবদল নেতা টিপু সুলতান, আলী হোসেন ,ছাইফুর রহমান, মিজানুর রহমান, জিয়াউর রহমান, ফখরুল ইসলাম ,সুরঞ্জিত রায়, ছাত্রদল নেতা সোহাগ, অপু রায় ,জাবের আহমেদ, রাহিদুল ইসলাম, রুমেল, জুয়েল আহমেদ, জুনেদ, ছালেক উদ্দিন, ছদরুল হোসেন, মিঠুআহমেদ, ছয়ফুর রহমান, জীবন,আলীনুর, কামরুজ্জামান, হাদিছ মিয়া, শিমুল মিয়া, ছাত্রদল নেতা নাইম, মান্না, আল আমীন, প্রমূখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, গত ১০ ফেব্রুয়ারী নবীগঞ্জ পৌরসভার বিএনপি মনোনিত নব-নির্বাচিত মেয়র ছাবির আহমেদ চৌধুরীকে বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে যে সংবর্ধনা দেয়া হয়েছে, সেটা কোন দলীয় সিদ্ধান্ত ছিলনা। সবাই মিলে পরবর্তীতে মেয়রসহ বিএনপি দলীয় কাউন্সিলরদেরকেও সংবর্ধনা দেয়ার বিষয়ে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে তারিখ নির্ধারন করার কথা ছিল। কিন্তু উল্লেখিত তারিখে বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে পাশ কাটিয়ে ঘরোয়া পরিবেশে সংবর্ধনা দেয়া হয়েছে। এটা দলীয় সংবর্ধনা নয়, ছিল ব্যক্তিগত সংবর্ধনা। সভায় নেতৃবৃন্দ ঘরোয়া পরিবেশে বিএনপির ব্যানারে সংবর্ধনা সভার আয়োজন করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এতে বিএনপির মান সম্মান ক্ষুন্ন হয়েছে বলে দাবী করেন নেতৃবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj