মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে যাত্রার নামে জুয়া, হাউজি বাম্পার ও অশ্লীল নৃত্য আয়োজনের প্রস্তুতিতে প্রতিবাদ ও বিক্ষোভ এ মুখর হয়েছে উঠেছে । বৃহস্পতিবারের মধ্যে আয়োজন স্থলের স্থাপনা ভেঙ্গে না নিলে শুক্রবার জুম্মার নামাজের পর পুড়িয়ে দেবার ঘোষণা প্রতিবাদকারীদের। বুধবার ৭ জানুয়ারি বেলা সাড়ে তিনটায় শমশেরনগরে প্রতিবাদ সভা ও ৬ জানুয়ারি বিকাল ৪টায় অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কিমিটির উদ্যোগে মুন্সীবাজার যাত্রী ছাউনি এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।
জানা যায়, মুন্সীবাজার ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে স্থানীয় কতিপয় যুবকের উদ্যোগে যাত্রাপালার আড়ালে জুয়া, হাউজি-বাম্পার, ও অশ্লীল নৃত্য অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহন করা হয়। মৌলভীবাজারের চিহ্নিত জুয়াড়িদের অর্থে ইতিমধ্যেই রামচন্দ্রপুর গ্রামে খোলা ধানি জমিতে ঢেউ টিন দিয়ে সীমানা প্রাচীর দেওয়া হয়। আর ভিতরে জুয়া, হাউজি-বাম্পার ও অশ্লীল নৃত্য অনুষ্ঠানের আয়োজন স্থলের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এসব আয়োজনে কমলগঞ্জে অসামাজিক কার্যকলাপ ও চুরি ডাকাতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি মাওলানা আব্দুল গফ্ফারকে সভাপতি ও মাওলানা মোবাশ্বির আলীকে সদস্য সচিব করে একটি প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
৭ জানুয়ারি বিকাল সাড়ে তিনটায় শমশেরনগর বাজার চৌমুহনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা আব্দুল গফ্ফারের সভাপতিত্বে ৬ জানুয়ারি বিকাল ৪ টায় মুন্সীবাজার যাত্রী ছাউনি এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মাওলানা মবশ্বির আলী, আব্দুল হামিদ, সাইদুর রহমান, হাফিজ কয়েছ আহমদ, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা শামছুল ইসলাম, মাওলানা জাকারিয়া, মাওলানা মাসুক আহমদ, মাওলানা আলতাফ হোসেন, মাওলানা আব্দুস শহীদ প্রমুখ। বক্তারা বলেন, তাই এসব কার্যকলাপে কোন প্রকার অনুমতি প্রদান না করতে সোমবার ৫ জানুয়ারি মৌলভীবাজারের জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করা হয়। এদিকে প্রতিবাদীরা বলেন, বৃহস্পতিবাদের মধ্যে প্রশাসনিক উদ্যোগে যাত্রা পালার নামে নির্মিত অসামাজিক কার্যকলাপের স্থাপনা সমূহ না ভাঙ্গলে জনতাই তা ভেঙ্গে পুড়িয়ে দিবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা যাত্রা পালার নামে জুয়া হাউজি-বাম্পার ও অশ্লীল নৃত্য আয়োজনের উদ্যোগে কমলগঞ্জ প্রতিবাদ মুখরের সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অবস্থায় এসব অসামাজিক কার্যকলাপের অনুমতি দেওয়া হবে না।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj