এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের সার্কিট হাউজের প্রবেশমুখের প্রধান সড়কে পৌরসভার পানির পাইপ লাইনটি ফুটো হয়েছিল ২০ দিন আগে। সেই থেকেই পানি চুইয়ে পড়া শুরু। গত ১৯ দিনে ফুটোগুলো বড় হওয়ায় বেড়েছে পানি পড়ার পরিমাণ। এখনো পানি পড়ছেই। ২০ দিন ধরে পানির এ অপচয় শুরু হলেও হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষ এ সমস্যার সমাধানে উদ্যোগ নিচ্ছে না বরং এ পানি চুইয়ে পড়ার কারণে সড়কটি সব সময় পানিতে নিমজ্জিত থাকছে।
ওই সড়কটি জেলা শহরের একমাত্র সড়ক হওয়ায় এর উপর দিয়ে প্রতিদিন শত শত হালকা ও ভারী যানবাহন চলাচল করে থাকে। পানির পাইপ লাইনের ফুটো দিনে দিনে বড় থেকে বড় হচ্ছে এবং পানির কারণে সড়কটি ভেঙ্গে খানা খন্দে পরিণত হয়েছে। সৃষ্টি হওয়া গর্তগুলোর কারণে ঘটছে দুর্ঘটনা। পথচারীরা চলাচল করতে দুর্ভোগের শিকার হচ্ছেন।
সার্কিট হাউজ এলাকার বাসিন্দা মতিউর রহমান বলেন, প্রতিদিন কমপক্ষে ৩০০ লিটার পানি পাইপ লাইনের ফুটো দিয়ে চুইয়ে পড়ে অপচয় হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ২০ দিন হয়ে গেছে গেছে। কিন্তু পৌরসভার পক্ষ থেকে পানি পড়া বন্ধে এখনো কোনো পদক্ষেপ নেয়া হয়নি। বিশদিন ধরে বিরতিহীনভাবে ওই পাইপ লাইনের ফুটো দিয়ে চুইয়ে পড়ার কারণে আবাসিক লোকজন পানি কম পাচ্ছেন।
এ বিষয়ে হবিগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করি দুই একদিনের মাঝেই পাইপের ফুটোগুলো বন্ধ করে পানির অপচয় রোধ করা যাবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj