নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কালনী কুশিয়ারা নদীর ধ্বংসলীলার কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে কাকাইলছেও চৌধুরী বাজার। কালনী কুশিয়ারা নদীর ভাঙ্গঁন থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ কোন প্রকার ব্যবস্থা গ্রহন না নেয়ায় ক্ষুভ প্রকাশ করেছে স্থানিয় ব্যবসায়ী।
এছাড়া স্থানীয়ভাবে ভাঙ্গঁন কবলিত এলাকা নিজেদের সাধ্যমত বাঁশের আড়া, গাছের ডাল,কংকিট ভর্তি বস্তা ফেলে ভাঙ্গঁন রোধে চেষ্টা করে যাচ্ছে। তাতেও রোধ করা যাচ্ছেনা ভাঙ্গঁন। জানাযায়, এক বছর পূর্বে কাকাইলছেও চৌধুরী বাজারের উত্তর-পশ্চিম কোণে কালনী কুশিয়ারা নদীর প্রবল স্রোতে বাজারের দুইটি ব্যবসা প্রতিষ্টান নদীর গর্ভে তলিয়ে যায়।
এব্যপারে প্রতিদিনের বাণীতে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর কর্তৃপক্ষের টনক নড়ে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নামে মাত্র কাজ করে হাত গুটিয়ে কেটে পড়ে। গত কিছুদিন পূর্বে নদী ভাঙ্গনের কবলে পড়ার আশংকায় ব্যবসায়ীরা নিজেদের মালপত্র অন্যত্র সড়িয়ে নেন। এছাড়া আজমিরীগঞ্জ-কাকাইলছেও বাজারের নৌকা ঘাটটিও কালনী কুশিয়ারার গর্ভে বিলীন হয়ে যায়। গতকাল শুক্রবার সকালে আবার ও বাজার ভেঙ্গে নদীর গর্ভে বিলীন হয়ে যায়। আবার কিছু অংশে নতুন করে ফাটল দেখা দেয়ায় ব্যবসায়ীদেরকে আতংক অবস্থায় দেখা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজারটি রক্ষার জন্যকোন প্রকার প্রকার পদক্ষেপ গ্রহন না করায় ক্ষুভ প্রকাশ করে স্থানীয় ব্যবসায়ীগন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj