মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য ও শেফিল্ড শাখার সভাপতি মোহিদ আলী মিঠু। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতিকে সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানী নগর) আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা প্রদান করেন। মোহিদ আলী মিঠু ওসমানী নগর উপজেলার কামারগাঁও গ্রামের হাজী মন্তাজ আলী ও জরিনা বিবি দম্পত্তির পুত্র।
মতবিনিময় সভায় মোহিদ আলী মিঠু বলেন, ব্যক্তিগত উদ্যোগে এত দিন চেষ্ঠা করে এসেছি সমাজের গরীব-অবহেলিত-বঞ্চিত মানুষের সেবা করতে। আর এবার সেই ‘সেবা’র পরিধিকে বৃহৎ করার জন্যই আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আগামী সংসদ নির্বাচনে ‘নৌকা প্রতিক’ নিয়ে প্রতিদ্বন্দিতা করতে চাই। আর তাতে (নির্বাচনে বিজয়ী) আমি সফল হলে কাজের মাধ্যমেই নিজের যোগ্যতার প্রমাণ দেব, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে কাজ করাই আমার প্রধান কাজ হবে।
তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত আমাদের এই স্বাধীন বাংলাদেশে যাতে আর কোন যুদ্ধাপরাধী (রাজাকার) এমপি-মন্ত্রী নির্বাচিত না হতে পারেন, আমাদের সবাইকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এব্যাপারে সবাইকে আরোও সচেতন হতে হবে। সেই সাথে দেশের সকল যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম পরিচালনা ও রায় বাস্তবায়নে সরকারের পক্ষে সবাইকে জনমত সৃষ্ঠিতে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ বার্তা সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব, কার্যনির্বাহী সদস্য নূর উদ্দিন, সদস্য জামাল মিয়া, মোঃ আবুল কাশেম, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, মামুনুর রশিদ মামুন, রুহেল উদ্দিন, আক্তার হোসেন সাহেদ, এনামুল হক মামুন, এটিএম আব্বাস, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, ছাত্রলীগ নেতা কাওছার আহমদ প্রমুখ।
মতবিনিময় সভায় এম. মোহিত আলী মিঠু বিশ্বনাথ প্রেসক্লাবে দুটি কম্পিউটার প্রদানের আশ্বাস প্রদান করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj