ফখরুল আলম, লিভারপুল (যুক্তরাজ্য) থেকে:- যুক্তরাজ্যস্থ লিভারপুল বাংলা প্রেসক্লাবের সাথে মত বিনিময় করেছেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি সফিকুর রহমান চৌধুরী সহ যুক্তরাজ্য আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
সাগর-রুনী হত্যাকান্ড সহ বাংলাদেশের সকল সাংবাদিক হত্যার বিচার হবে তবে সময়ের প্রয়োজন। বাংলাদেশে সংবাদপত্র ও তার স্বাধীনতার উপর আলোচনা করে নেতৃবন্দরা বলেন বিগত সরকার বেশ কয়েকটি টিভি চ্যানেল অনুমোদন দিয়েছে। অনলাইন সহ বিভিন্ন পত্রিকার মাধ্যমে বাংলাদেশে রয়েছে পুরোপুরি স্বাধীনতা। ব্রিটেনের সাংবাদিকদের সকল বিষয় খেয়াল রাখার অনুরোধ জানিয়ে নেতৃবৃন্দরা আরো বলেন এ প্রজন্মের শিশু কিশোররা যে কোন অবস্থায় যেন আই এস কিংবা জঙ্গী সংগঠনের সাথে সম্পৃক্ত না হতে পারে।
গত রবিবার ৭ ফ্রেবুয়ারী লিভারপুল বাংলা প্রেসক্লাবের সভাপতি শেখ ছুরত মিয়া আছাব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল আলম ও যুগ্ন সম্পাদক আবু সাঈদ চৌধুরী সাদির সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ- সভাপতি শাহ আজিজুর রহমান, যুক্তরাজ্য আওয়ামীলীগ দপ্তর সম্পাদক কবি শাহ শামিম আহমেদ, জনসংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক শারব আলী, কমিউনিটি ব্যাক্তিত্ব শেখ দুদু মিয়া, উইরাল আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক মহি চৌধুরী, সহ সভাপতি প্রভাষক জুয়েল চৌধুরী, প্রেসক্লাবের সাংগনিক সম্পাদক ম. আজাদ, জি.এস.সি চেষ্টার এন্ড নর্থ ওয়েলস রিজনের সহ সাধারণ সম্পাদক এটিএম লোকমান, আব্দুল জলিল ফাহিম প্রমুখ।
নেতৃবৃন্দরা প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি সহ সাংবাদিকদের দায়িত্বের উপর গুরুত্ব আরোপ করে আরো বলেন।সাংবাদিকরাই দেশের ভাবমুর্তি উজ্জলের জন্য ইতিবাচক সংবাদ গুরুত্বের সাথে প্রচার করে দেশ প্রেমে উদ্ধদ্দ হয়ে দেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করতে পারে।
মত বিনিময় সভায় যুক্তরাজ্যর বিভিন্ন শহরের বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj