স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাসার ফ্ল্যাটে ব্যাঙের ছাতার মতো মিনি পতিতালয় গড়ে উঠেছে। ডিবি পুলিশের অভিযানে পতিতা সর্দারনী ৩ খদ্দেরসহ আটক হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত তাদেরকে কারাদণ্ড প্রদান করেছেন।
আটক পতিতারা হলঃ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের দরবেশ আলীর কন্যা পতিতার সর্দারনী নেহার (৩০), শহরের মোহনপুর এলাকার বাসিন্দা মৃত সিদ্দিক আলীর পুত্র পতিতা সর্দার মকসুদ মিয়া (৩৫), নরসিংদী জেলার বেলাবো উপজেলার বারচর গ্রামের হানিফ উলার কন্যা পতিতা রূপালী আক্তার (২০), সদর উপজেলার বহুলা গ্রামের মৃত রমিজ আলী চৌধুরীর পুত্র খদ্দের সালাম চৌধুরী (৪৫) ও দীঘলবাগ গ্রামের মৃত নবীর হোসেনের পুত্র আয়াত আলী (২৫)।
পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরের আবাসিক হোটেল ও ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে দেহ ব্যবসার নামে অসামাজিক কাজ চলে আসছিল।
এসব ব্যবসায় ভদ্র ঘরের কতিপয় মহিলাদের পাশাপাশি কলেজ ছাত্রীরাও জড়িত রয়েছে। অধিকাংশ সময় তারা বোরকা ও নেকাব পরে থাকার কারণে ধরাছোয়ার বাইরে থেকে যায়। সম্প্রতি বিষয়টি নিয়ে বিভিন্ন এলাকার লোকজন পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করলে ডিবি পুলিশ গোপনে একটি তালিকা তৈরি করে। আর এ তালিকায় কলগার্লদের পাশাপাশি অনেক ভদ্রঘরের মহিলারাও রয়েছে।
এ তালিকা অনুযায়ী সোমবার দুপুরে ডিবি পুলিশের এসআই সুদ্বিপ রায়, ইকবাল বাহার ও আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ শহরের বিভিন্নস্থানে অভিযান চালায়। এ সময় শহরের ফায়ার সার্ভিস সড়কে জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার আব্দুল কাদিরের দোতালা ফ্ল্যাটবাসায় অভিযান চালিয়ে উলেখিতদের আটক করা হয়। তাদের কাছ থেকে ২০ পিস কনডম, কয়েকটি জন্ম নিয়ন্ত্রন বড়ি ও অশীল ভিডিও ক্যাসেট জব্দ করা হয়।
আটককৃতদের তাৎক্ষনিক জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাম্যমান আদালতে নিয়ে আসা হয়। এর আগে নেহার সাংবাদিকদের জানায়, সমাজের এক শ্রেণীর লোক ভদ্রতার মুখোশ পড়ে আমাদের কাছে আসে। আমরা কারো কাছে যাই না। আমরা পতিতা নই, আমরা যৌনকর্মী। সে আরো জানায়, কতিপয় পুলিশ কমিশনের বিনিময়ে তাদেরকে এ ব্যবসার সুযোগ করে দিচ্ছে আবার তারাই আমাদেরকে গ্রেফতার করছে অসামাজিক কাজের অভিযোগে।
আমাদের নির্দিষ্ট কোন স্থান নেই। আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করলে আমরা প্রকাশ্যে এসব করবো না। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন ভ্রাম্যমান আদালত বসিয়ে নেহার ও মকসুদকে ২ মাস ও আয়াত আলী, সালাম চৌধুরী ও রূপালীকে ১ মাস করে কারাদণ্ড প্রদান করেন। তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj