স্টাফ রিপোর্টার ॥ সারা দেশের ন্যায় বাংলাদেশ পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়ন হবিগঞ্জ জেলা শাখারা কর্মচারীদের সম্মানী ভাতা বৃদ্ধির দাবীতে কেন্দ্রীয় কর্মসুচী নির্দেশনায় কর্মসুচী পালন করা হয়েছে।
রোবাবার বেলা ১২টায় হবিগঞ্জ প্রধান ডাক অফিসের সভাকক্ষে আলোচনা সভা বাংলাদেশ পোস্টাল ইউনিয়ন কর্মচারী জেলা শাখার সভাপতি শে.ই.ম আব্দুর রউফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুস শহীদ এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ৮টি থানার কর্মচারী যথাক্রমে আব্দুল মালেক, ডাঃ আহাদ, আকলিমা আক্তার মেম্বার, আব্দুর রাজ্জাক রাকেশ চন্দ্র দাস, অজিদ রায়, কাউছার উদ্দিন চৌধুরী, নরুল হক, সাইফুল ইসলাম, আবুল খায়ের, ভলো চন্দ্র সরকার, প্রদীপ আচার্য ও ভোলু রানী আচার্য প্রমুখ।
সভায় বক্তরা বলেন, সরকার ই.ডি কর্মচারী ইউনিয়নের সম্মানী ভাতা সর্ব নিন্ম ৫ হাজার এবং সর্বচ্চো ৭হাজার ৫শত টাকা বৃদ্ধির না করলে সারাদেশের ন্যায় হবিগঞ্জের ৪১৩ জন কর্মচারীরা বৃহত্তর আন্দোল গড়ে তুলবে। বক্তরা আরও বলেন বার্ষিক উৎসব ভাতা, দুই মাসের সম্মানী ভাতার পরিমানে প্রত্যেক ঈদে একটি করে উৎসব ভাতা প্রদানের দাবী জানান।
তারা বলেন আমাদের সকলের অন্য কোন সুযোগ সুবিধাও নেই। আমাদের বর্তমানে যে বেতন প্রদান করা হয় তা দিয়ে আমাদের সংসারের খরচ চালাতো খুবই কষ্ট হয়। অন্যথায় আগামী ২৯ ফেব্রুয়ারীর মধ্যে দাবী পূরণ না করলে আগামী ১৪ মার্চ থেকে সারাদেশের সকল ডাকঘরের ই.ডি কর্মচারীগন দাবী আদায়ের লক্ষে লাগারতার কর্মবিরতি পালন করা হবে। দাবী আদায় না হওয়া পর্যন্ত ই-সেন্টারের সকল শাখা ডাকঘরের সার্ভিস বন্ধ করা থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj