আবুল হাসান ফায়েজ : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহ্জীবাজার এলাকার প্রতিষ্টিত স্টার সিরামিক্স কোম্পানিতে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটে বন্ধ রয়েছে টাইলস উৎপাদনকারী প্রতিষ্ঠান স্টার সিরামিকস কোম্পানীর উৎপাদন কার্যক্রম। ধর্মঘটের কারণে হবিগঞ্জের মাধবপুর উপজেলার এ কোম্পানীতে রবিবার সন্ধ্যায় প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা কাজে যোগদান না করার কারণে বন্ধ থাকে উৎপাদন কার্যক্রম।
এর আগে গত বৃহষ্পতিবার দুপুর থেকে উৎপাদন বন্ধ করে দেন শ্রমিকরা। তারা জানান ওই কোম্পানীতে কর্মকর্তা ও শ্রমিক মিলিয়ে ৫ শতাধিক জনবল রয়েছে। গত ২ ফেব্রুয়ারী কর্তৃপক্ষ চলতি বছরের ইনক্রিমেন্ট ঘোষণা করলেও শ্রমিকদের প্রত্যাশিত বেতন বাড়েনি। ফলে বেতনবৃদ্ধির দাবিতে গত বৃহষ্পতিবার দুপুর আড়াইটা থেকে শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে ধর্মঘর শুরু করেন। রাতে তারা অফিসের কয়েকটি কম্পিউটার ও বিক্রির জন্য মজুদকৃত কিছু টাইলস ভাংচুর করেন। খবর পেয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে গত শুক্রবার বিষয়টি মিমাংসা হওয়ার কথা থাকলেও শ্রমিকদের সাথে কোনো আলোচনায় না বসে বিষয়টি অমিমাংসিত থেকে যায়।অপরদিকে স্টার কোস্পানির প্রশাশনিক র্কমর্কতা বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ শুক্রবার রাতে ১১ জনকে আটক করে ।পওে কোম্পানির লোকজন মুছলেকা দিয়ে আটককৃতদের ছাড়িয়ে নেন। এনিয়ে ওই শ্রমিকদের চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে জানতে চাইলে স্টার সিরামিকস’র ডেপুটি ম্যানেজার সেলিম আহমেদ জানান, শ্রমিকদের সাথে সমঝোতার চেষ্টা চলছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj