বাহুবল থেকে : বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যা চালু করার জন্য ২০১০ সালে নতুন ভবন নির্মাণ করা হলেও চালু হয়নি। ভবনটি প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের চেষ্টা চালাচ্ছি। এজন্য স্বাস্থ্যমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছি। ৫০ শয্যা চালু হলে লোকজন সেবা পেতে আরও সহজ হবে। তিনি বলেন, গ্রাম পর্যায়ে লোকজনের সেবা পেতে বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার কমিউনিটি ক্লিনিক চালু করেছে। তাতে করে লোকজন গ্রামে থেকেও স্বাস্থ্য সেবা পাচ্ছে। বাহুবলসহ বিভিন্ন এলাকায় এ সেবার মানকে আরও এগিয়ে নিয়ে যেতে জননেত্রীর নেতৃত্বে আমি কাজ করছি। হাসপাতালের আঙ্গিনায় পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। তবে ডাক্তার সংকট রয়েছে। এ সংকট নিরসনে স্বাস্থ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে অবগত করেছি।
এমপি কেয়া চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম সোলায়মান খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল হাশিম বশির, আহম্মেদ ওসি আলী ফরিদ আহম্মেদ, ডাঃ বাবুল কুমার দাশ, নিখিল চন্দ্র বিশ^াস, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, মধুমিতা ভান্ডারী, অজিত কুমার গোরাইত, শাহ মোহাম্মদ হিরা মিয়া প্রমুখ। সভা শেষে কেয়া চৌধুরী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও কেবিনসহ হাসপাতাল আঙ্গিনা ঘুরে দেখেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj