নবীগঞ্জ প্রতনিধি : নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের বহুল আলোচিত একাধিক সংঘর্ষ ও মামলা মোকদ্দমার ঘটনার উত্তপ্ত পরিস্থিতির সামাজিক বিচার বৈঠকে সৃষ্ট বিরোধের অবসান ঘঠলো। উপজেলার বিশিষ্ট ব্যক্তি বর্গের সমন্বয়ে শনিবার উত্তপ্ত পরিস্থিতির নিস্পত্তি ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ৬ঘন্টা ব্যাপি উক্ত সামাজিক বিচারে ঘটনার মীমাংসা হওয়াতে উপজেলার সচেতন মহলের মধ্যে স্বস্থি ফিরে এসেছে।
জানাযায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের হাজী আব্দুর রউপ, আজিদ মিয়া, গংদের সাথে জাহিদুর রহমান ও তার লোক জনের দীর্ঘ দিন ধরে পূর্ব বিরোধ চলে আসছিল, এরই জের ধরে গত ১২ জানুয়ারী ও এর পূর্বে দুই দফা ঐ গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অনেক লোকজন আহত হয়। উভয় পক্ষের থানায় ও কোর্টে একাধিক মামলা মোকাদ্দমা রয়েছে।
এতে গ্রামে ও এলাকায় সার্বক্ষনিক উত্তেজনা বিরাজ করলে গতকাল উল্লেখিত সময়ে আউশকান্দি রহমান কমিউনিটি সেন্টারে এক সামাজিক বিচার বৈঠক অনুষ্ঠিত হয়। আউশকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেনের সভাপতিত্বে দিঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছালিক মিয়ার পরিচালনায় সালিশে ১৫ সদস্য বিশিষ্ট ঘটিত বোর্ডে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুর রহমান মুকুল, পৈলনপুর ইউয়িনরে চেয়ারম্যান খালিদুর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, উপজেলার জাতীয় পার্টির আহবায়ক ডা: শাহ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, এলাকার বিশিষ্ট বিচারক শামছূল আলম কনা মাস্টার, দীঘলবাক ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, সাবেক চেয়ারম্যান আশিক মিয়া, বিশিষ্ট মুরব্বী হাজী শানুর মিয়া, মাসুক মিয়া, হাজী ক্বারী কদ্দুস মিয়া, ছাত্রলীগের আউশকান্দি ইউপির সাবেক আহবায়ক আমিনুর রহমান নোমান, বিএনপি নেতা আব্দুল বারিক রনি, উক্ত বোর্ডের সামাজিক বিচার রায়ে দীর্ঘদিনের বিরোধের চির নিস্পত্তি হয়। উভয় পক্ষকে ভবিষ্যতে এ ধরনের সংঘর্ষে না জড়ানোর জন্য কঠোর হুসিয়ারী প্রদান করা হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক মুহিবুর রহমান হারুন, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা ফারুক আহমেদ, হাজী আতাউর রহমান, বজলুর রশিদ, আব্দুল মুকিত, মানবাধিকার নেতা আমিনুর রহমান চৌধুরী শামিম, মাসুক মিয়া। দাউদপুর গ্রামের সৃষ্ট বিরোধের দুই গ্রুপের সকল বাদি বিবাদি সহ কয়েক প্রায় তিন শতাধিক জনতা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj