বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে বিকাশে টাকা তুলতে গিয়ে অটোরিকশা চোর রুবেল মিয়াকে (৩৬) আটক করেছে পুলিশ। সে উপজেলার চানসির কাপন গ্রামের আবদুল খালিকের-ছেলে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টায় উপজেলা সদরের থানার সামন থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও গাড়ির মালিক সূত্রে জানাগেছে, গত ১৫ ডিসেম্বর রাত ১০টায় সিলেট পুলের মুখ থেকে বিশ্বনাথের পনাউল্ল্যা বাজারে একটি অটোরিকশা (সিলেট-থ-১২-৮৭৩৪) যাত্রীবেশে ভাড়া করা হয়। বিশ্বনাথের সীমান্তবর্তি এলাকা কামালবাজার আসামাত্রই গাড়ির বদলি চালক ময়নুল ইসলামকে মারধর করে অটোরিকশাটি ছিনতাই করা হয়। এঘটনায় গাড়ির প্রকৃত চালক জয়নাল আবেদিন বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরী করেন। যার নং ১২৫১ (তাং ২৮.১.১৬ইং)। গাড়িটি হল হুপাজে কোরআন মহিলা দাখিল মাদরাসা লক্ষনাবন্দ, গোলাপগঞ্জ। গাড়িটি চুরি হওয়ার পর থেকে গাড়ি মালিককে মোবাইল ফোনে টাকা দেয়া কথা বলে রুবেল। রুবেলের দেয়া বিকাশ নাম্বারে গত বৃহস্পতিবার তিন হাজার টাকা গাড়ি মালিক প্রেরণ করেন। কিন্তু রুবেল ওই টাকা বৃহস্পতিবার তুলতে না পারায় শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের সুসমিতা লাইব্রেরী বিকাশ এজেন্ট থেকে ওই তিন হাজার টাকা তুলতে এসে পুলিশের ফাঁতানো ফাঁদে ধরা পড়ে সে। পরে তাকে বিশ্বনাথ থানায় নিয়ে যায় হয়। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল,নেশা জাতীয় দ্রব্যসহ বিভিন্ন জিনিস উদ্ধার করে পুলিশ। চোরাইকৃত গাড়ির উদ্ধারের চেষ্টা চলছে বলে জানাগেছে।
গ্রেফতারের সত্যতা স্বীকার করেন থানার এস আই তোফাজ্জুল হোসেন বলেন, আটককৃত রুবেল মিয়াকে গাড়ি চুরির মামলায় দক্ষিণ সুরমা থানায় প্রেরণ করা হবে। সে একজন্য গাড়ি চুরির সক্রিয় সদস্য বলে তিনি জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj