এম এ আই সজিব ॥ মাধবপুর উপজেলার জগদিশপুর ইউনিয়নের খাটুরা গ্রামে জোড়া খুনের ঘটনায় আটক ১৩ দাঙ্গাবাজ মহিলাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার বিকালে তাদেরকে কারাগারে প্রেরন করা হয়।
আটক ১৩ মহিলা হল ঃ হামিদা (৪৫), রাফিয়া বেগম (২৫), পিয়ারা (৩৭), হেলেনা (২২), মাহিনুর (৪০), হালিমা (৩২), তাছলিমা (৩২) তাকমিনা (৩০), রাফিয়া খাতুন(৪৫), ফাতেমা (২২), সাবিনা (৫০), অনুপা (৪৫) ও মরজিনা (২৫)। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাটুরা গ্রামের ইউপি মেম্বার খলিলুর রহমান ছুট্রো মিয়ার সাথে একই গ্রামের ফজল মিয়ার গোষ্ঠিগত দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংষর্ষ চলাকালে অস্ত্রের আঘাতে ওই গ্রামের রহিছ আলীর কন্যা রুকেয়া বেগম খুন হয়। সংঘর্ষে আহত অবস্থায় একই গ্রামের সাজু মিয়ার পুত্র জলিল মিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার ঘাটুরা গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের কোন বাড়িতে পুরুষ লোক নেই। অধিকাংশ বাড়ি তালাবদ্ধ। নিহত রুকেয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, মেয়েকে হারিয়ে শোকাহত মা কুলসুমা বেগম বারবার মুর্ছা যাচ্ছেন।
রুকেয়ার মা বলেন, এক বছর আগে রুকেয়াকে পাশ্ববর্তী বরগ গ্রামে সুজন নামের এক যুবকের নিকট বিয়ে দেয়া হয়। কিন্তু স্বামী নির্যাতন করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর স্বামী পরিত্যাক্তা রোকেয়া তার ৫ সন্তানকে নিয়ে ভিক্ষা করে সংসার চালাত। বুধবার সন্ধ্যায় ইউপি মেম্বার ছুট্রো মিয়ার লোকজন তার মামা ও নানার সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছে সংবাদ শুনে স্থানীয় কবরস্তানের নিকট গেলে ছট্রো মিয়ার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে হত্যা করে। একই গ্রামের নিহত জলিলের বাড়িতে গেলে জলিলের বোন রতœা বলেন, দীর্ঘদিন ধরে পূর্ব উদ্ধার মহিলাকে কারাগারে প্রেরণ বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যায় সাবেক চেয়ারম্যান ব্াচ্চু মিয়ার ভাগিনা ফজল মিয়ার লোকজন সংঘর্ষের সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এ সময় ছেলেকে রক্ষা করতে মা মরিয়ম বেগম এগিয়ে গেলে হামলাকারিরা তাকেও আঘাত করে। জলিল গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জলিলের মা মরিয়ম ও স্ত্রী লাশ নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে থাকায় তাদেরকে বাড়িতে পাওয়া যায়নি।
পাশ্ববর্তী গ্রামের লোকজন জানান, খাটুরা গ্রাম একটি কলহপ্রিয় গ্রাম। এ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই নারী-পুরুষ শিশুরা সংঘর্ষে জড়িয়ে পরে। এ সংঘর্ষে গত দুই দশকে অন্তত ৮ জন খুন হয়েছে। তাদের মধ্যে বারেক মিয়া, সিরাজ মিয়া, রহমত আলীর পুত্র অন্যতম। সর্বশেষ রোকেয়া ও জলিল মিয়া খুন হল। জোড়া খুনের পর গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খাটুরা গ্রামে নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোলা মনির হোসেন জানান, উত্তেজিত অবস্থায় ১৩ নারীকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রাত ৮টায় এ রিপোর্ট লেখাপর্যন্ত মামলা দায়ের হয়নি বলে ওসি জানান। এদিকে ময়ানতদন্ত শেষে গতকাল বিকালে লাশ দুইটি পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj