নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মিথ্যা ও হয়রানী মূলক মামলায় নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি আনোয়ার হোসেন মিঠুর মুক্তি দাবি করেছেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ।
গত বুধবার বসতগৃহে অগ্নিকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে আত¡সমর্পনের পর বিজ্ঞ বিচারক জামিন না’মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। সাজানো মামলায় হয়রানীর প্রতিবাদে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। মামলা ও স্থানীয় সূত্র জানাযায়, প্রায় দেড় বছর পূর্বে নবীগঞ্জ শহরের রাজাবাদ এলাকার নদীর তীরে অবস্থিত রাজনগর গ্রামের লুদন মিয়ার বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এনিয়ে লুদন মিয়ার স্ত্রী আলেয়া বেগম নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠুসহ ৭ জনের বিরোদ্ধে
আদালতে মামলা করেন।
তদন্তে মামলাটি মিথ্যা প্রমাণিত হলে নবীগঞ্জ থানার পুলিশ আসামীদের অব্যাহতি চেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে। বাদী এর বিরোদ্ধে নারাজী দেন। সিআইডি পুলিশ সাংবাদিক আনোয়ার হোসেন মিটুসহ ৪ জনের বিরোদ্ধে আদালতে প্রতিবেদন দেয়। আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করেন।
বুধবার আভিযুক্তরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত ১ জনের জামিন মঞ্জুর করে ৩জনকে কারাগারে প্রেরণ করেন। ওদিকে, বিশেষ একটি মহলের ইন্ধনে ষড়যš ¿মূলক মিথ্যা মামলার প্রতিবাদ ও সাংবাদিক নেতা আনোয়ার হোসেন মিঠুর মুক্তির দাবি করেছেন উপজেলায়
কর্মরত সাংবাদিক বৃন্দ।
সংবাদপত্রে দেয়া বিবৃতি নিঃশর্ত মুক্তির দাবি করেন, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসআর চৌধুরী সেলিম, সাধারন সম্পাদক এম এ বাছিত, দৈনিক বিবিয়ানার সম্পাদক ও প্রকাশক মোঃ ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক সহ-সভপাতি মোঃ তোফাজ্জল ইসলাম, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সুবিনয় রায় বাপ্পী, বিবিয়ানার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক শাহ সুলতান, অনলাইন দৈনিক আমাদের নবীগঞ্জ সম্পাদক গোলাম কিবরিয়া চৌধুরী, নয়াদিগন্ত প্রতিনিধি কিবরিয়া চৌধুরী, দৈনিক যায়যায় দিন নবীগঞ্জ প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া, দৈনিক জনতা প্রতিনিধি শাহ মিজান, দৈনিক দিনকাল প্রতিনিধি অলিউর রহমান, নিউজ টুডে প্রতিনিধি জায়েদ চৌধুরী, দৈনিক সমাচার নবীগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমদ, এনটিভি প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু, দৈনিক হবিগঞ্জের জননী নবীগঞ্জ প্রতিনিধি সানিউর রহমান তালুকদার, দৈনিক বিবিয়ানা স্টাফ রিপোর্টার এম এ মুহিত, মানব কণ্ঠ প্রতিনিধি মুহিবুর রহমান, দৈনিক বিজয়ের প্রতিধ্বনী নবীগঞ্জ প্রতিনিধি রুমেল হোসেন, সময়ের বাণীর সম্পাদক সুহেল আহমদ প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj