মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট(হবিগঞ্জ)থেকে॥ শ্রীমঙ্গল সেক্টরের দায়িত্বপূর্ণ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বালা সীমান্ত এলাকার বিপরীতে ভারতের অভ্যন্তরের খোয়াই শহরে বুধবার ভারতীয় সময় ১০:৩০ ঘটিকা হইতে ১৫:০০ ঘটিকা পর্যন্ত ডিডিজি, সেক্টর কমান্ডার, বিজিবি শ্রীমঙ্গল এবং ডিআইজি, বিএসএফ পানিসাগর ও তেলিয়ামুড়া সেক্টর এর মধ্যে আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের উপ-মহাপরিচালক কর্ণেল মোঃ তারিকুল ইসলাম খান, পিবিজিএম, পিএসসি এবং ভারতের পক্ষে বিএসএফ পানিসাগর ও তেলিয়ামুড়া সেক্টরের ডিআইজি যথাক্রমে শ্রী ডি কে শর্মা ও শ্রী রাজীব সিনহা নেতৃত্ব দেন। উক্ত পতাকা বৈঠকে দু’দেশের সীমান্তের বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ সীমান্ত রেখায় অবৈধভাবে অতিক্রম করার বিরুদ্ধে নজরদারী আরো বাড়ানোর বিষয়ে একমত হন। বৈঠকে বিজিবি’র পক্ষ হতে ধলই নদীর মোকাবিল নামক স্থানে তীর সংরক্ষণমূলক কাজ ত্বরান্বিত করা এবং বাংলাদেশের অভ্যন্তরে ফেনসিডিল, গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য পাচার রোধে প্রয়োজনীয় কঠোর নজরদারী বাড়ানোর জন্যও বিএসএফকে অনুরোধ জানানো হয়। উভয় দেশের সীমান্ত এলাকাকে শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে বিজিবি এবং বিএসএফ এর বিভিন্ন পর্যায়ে নিয়মিত পতাকা বৈঠক এবং বিভিন্ন পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সীমান্ত সংক্রান্ত সমস্যা সমাধানের বিষয়ে একমত পোষণ করা হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি এবং বিএসএফ এর সংশিষ্ট ব্যাটালিয়ন সমূহের অধিনায়কগণ এবং সংশিষ্ট সেক্টর ও ব্যাটালিয়ন সমূহের ষ্টাফ অফিসারগণ অংশগ্রহণ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj