চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত বাগান ঘেষা অনুন্নত এক ইউনিয়নের নাম সাটিয়াজুরী। দারাগাঁও, কোনাউড়া, সোনাজুরা, কাইছনাজুরী, কাজিরখিল, দৌলতপুর, বাসুদেবপুর, কৃষ্ণপুর, ছিলামীসহ প্রায় ৩৩টি ছোট বড় গ্রাম ও ৫টি বাজার নিয়ে এ ইউনিয়ন। এর উপর দিয়েই সড়ক ও জনপথ বিভাগের চুনারুঘাট-সাটিয়াজুরী-নতুন বাজার রাস্তা বয়ে গেছে। যা সাটিয়াজুরী ইউনিয়নবাসীর সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম। এলাকার ব্যক্তিবর্গ জানান, ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া করাঙ্গী নদীতে একটি ব্রিজ না থাকায় ইউনিয়নবাসীকে দুটি ভাগে বিভক্ত করে রেখেছে। ফলে ইউনিয়নটি পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল নামে পরিচিতি। করাঙ্গী নদীর পূর্বাঞ্চলের ইউনিয়ন প্রতিনিধিসহ অনেক ছাত্রছাত্রী জানান, সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স করাঙ্গী নদীর পশ্চিমাঞ্চলে হওয়ায় এলাকার ছাত্রছাত্রী বিদ্যালয়ে ও জনসাধারণ ইউনিয়ন অফিসসহ পশ্চিমাঞ্চলে বিভিন্ন কাজে হেঁটে বহু কষ্ট করে আসতে হয়। বর্তমান বর্ষা মওসুমে করাঙ্গী নদীতে বাঁধ না থাকায় ৬/৭ কিলোমিটার দূরবর্তী রাস্তা দিয়ে বিভিন্ন কাজে পশ্চিমাঞ্চলে আসতে হয়। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সরকার মোঃ সহিদ জানান, ব্রিজ না হওয়ায় ইউনিয়নবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জানতে পেরেছি ব্রীজটি নিমার্ণের জন্য জাতীয় প্রত্রিকায় টেন্ডার দেওয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশল অফিস সূত্র জানায়, করাঙ্গী নদীর উপর ব্রিজ নির্মাণের জন্য ১ কোটি ১৮ লাখ টাকার প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করার পর তা অনুমোদিত হয়েছে। ইতি মধ্যেই টেন্ডারের কাজ ও শেষ হয়েছে। কিছু দিনের মধ্যে ব্রীজ নির্মাণের কাজ শুরু হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj