এম এ আই সজিব ॥ হবিগঞ্জে এসএসসি, দাখিল ও সমমানের ১ম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। জেলার ৮ উপজেলার ৩৯ কেন্দ্রে ১৯ হাজার ১ শত ৯ জন পরীক্ষার্থীর মধ্যে কোনও বহিষ্কারের ঘটনা না ঘটলেও অনুপস্থিত ছিল ৭২ জন পরীক্ষার্থী।
এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৫৫ জন, দাখিলে ১৩ জন ও ভোকেশনালে ৪জন অনুপস্থিত ছিল। জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে জানা যায় এ বছর জেলার ২৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী রয়েছেন ১৫ হাজার ৮ শত ৭০ জন ছিল।
এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ৩ কেন্দ্র থেকে ৩ হাজার ৪ শত ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন, নবীগঞ্জ উপজেলায় ৪ কেন্দ্রে ২ হাজার ৪ শত ৯ জনের মধ্যে ১০ জন, চুনারুঘাট উপজেলায় ৬ কেন্দ্রে ২ হাজার ২ শত ৯৪ জনের মধ্যে ৪ জন, মাধবপুরে ৩ কেন্দ্রে ২ হাজার ৭ শত ৪৬ জনের মধ্যে ১১ জন, বানিয়াচংয়ে ৪ কেন্দ্রে ২ হাজার ৯৯ জনের মধ্যে ১১ জন, এবং আজমিরিগঞ্জ উপজেলার ২ কেন্দ্রে ১ হাজার ৭২ জনের মধ্যে ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ৮ কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ছিল ২ হাজার ৮ শত ৬ জন। এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার এক কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ শত ৬১ জনের মধ্যে ১ জন, চুনারুঘাট উপজেলায় ২ কেন্দ্রে ৮ শত ৫৩ জনের মধ্যে ৩ জন,, বানিয়াচং উপজেলায় এক কেন্দ্রে ৬ শত জনের মধ্যে ১ জন, নবীগঞ্জে এক কেন্দ্রে ৩ শত ৬৭ জনের মধ্যে ২ জন,, বাহুবলে এক কেন্দ্রে ২ শত ১৪ জনের মধ্যে ৩ জন মাধবপুর উপজেলার এক কেন্দ্রে থেকে ৭৮ জনের মধ্যে ৩ জন অনুপস্থিত ছিল। ৫ কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ছিল ৪ শত ৩৩ জন।
এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার এক কেন্দ্রে ২ শত ৫৪ জনের মধ্যে ১ জন, নবীগঞ্জ উপজেলায় এক কেন্দ্রে ৪১ জনের মধ্যে ৩ জন অনুপস্থিত ছিল।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj