অাবুল হাসান ফায়েজঃ মাধবপুর উপজেলার শাহ্জীবাজার-দরগাহ্ গেইট বাইপাস পুরাতন সড়কের ওয়াপদা বাজার ব্রীজটি ঝুকিপূর্ণ হয়ে পড়ে আছে দীর্ঘ ৩ বছর
যাবত।
ফলে এই সড়ক দিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরজমিন পরিদর্শন করে দেখা গেছে এক সময়ের ব্যস্ততম পুরাতন
শাহ্জীবাজার-দরগাহ্ গেইট এর সড়কের ওয়াপদা বাজার ব্রীজটি রক্ষণাবেক্ষণেরঅভাবে ব্যবহারের অনোপযোগী হয়ে পড়েছে।
ঢাকা- সিলেট পুরাতন মহাসড়কে কোন সমস্যা হলে ঢাকা-সিলেটের যানবাহনগুলো ওই সড়ক দিয়ে চলাচল করত। ব্রীজটির সামনে বড় গর্ত হওয়ায় এবং ব্রীজটি ধেবে যাওয়ায় ওই স্থান দিয়ে কোন ধরণের যানবাহন চলাচল করতে পারছে না। ওই এলাকাটিতে রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠান।
এর মধ্যে উল্লেখযোগ্য রাবার বাগান, বিদ্যুত কেন্দ্র, গ্যাসফিল্ড, রঘনন্দন রেঞ্জ অফিস ও লালচাঁন চা-বাগান বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান। ওই সব প্রতিষ্ঠানের লোকদের যাতায়াতের জন্য ওই ব্রীজটি ব্যবহার করতে হয়। কয়েক বছর ধরে ব্রীজটি ঝুকিপূর্ণ হয়ে পড়ে। এতে ওই সব প্রতিষ্ঠানের লোকজন যানবাহন নিয়ে বাধ্য হয়ে বিকল্প সড়কদিয়ে যাতায়াত করতে হচ্ছে। মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নের ফতেহপুর, রিয়াজ,তাজপুর,রাধাপুরসহ প্রায় ২০টি গ্রামের মানুষ এই ব্রীজটি দিয়ে জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করে থাকে।
এভাবে চলতে গিয়ে জনসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হয়। গর্ত থাকায় দিন দিন ব্রীজটি আরো ঝুকিপূর্ণ হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান-গর্তটি ভরাট করলে ওই ব্রীজটি রক্ষা করা সম্ভব। ব্রীজটি মেরামত হলে ওই সব প্রতিষ্ঠানসহ বিভিন্ন এলাকার জনসাধারণের পথ চলাচলের সুবিধা হবে।
এতে জনদুর্ভোগ লাঘব হবে। ব্রীজটি নতুন করে মেরামত করা হলে ২০টি গ্রামের মানুষ আসা যাওয়া সুবিধা হবে। উল্লেখ্য, বেশ কয়েকবার স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় ব্রীজটি এই ঝুকিপূর্ণ বিবরণ তুলে ধরা হলেও কর্তৃপক্ষের কোন নজরে আসছে না।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj