মুহাম্মদ আলমগীর, ঢাকা থেকে : ব্রিটেনে বিচারক পদে প্রথম কোনো বাংলাদেশি নারী নিয়োগ পেয়েছেন। ব্রিটেনের সার্কিট জজ হিসেবে নিয়োগপ্রাপ্ত নারী বিচারক স্বপ্নারা খাতুনের আদি নিবাস সিলেটের বিয়ানীবাজারে। ব্যারিস্টার স্বপ্নারা খাতুন সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মোল্লাা গ্রামের প্রবাসী কমিউনিটি নেতা মরহুম মিম্বর আলীর মেয়ে।
স্বপ্নারা খাতুনের পিতা মিম্বর আলী মুক্তিযুদ্ধের সময় লন্ডন প্রবাসীদের মধ্যে অন্যতম সংগঠক হিসেবে ভূমিকা রাখেন। ২০০৫ সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পদকে ভূষিত করে। স্বপ্নারা খাতুন পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে ব্রিটেনে বসবাস করছেন। দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট।
স্বপ্নারার বড় ভাই শামীম আহমদ এয়ারস্পেইস ইঞ্জিনিয়ার হিসেবে ব্রিটিশ এয়ারওয়েজে কর্মরত। অপর ভাই শফি আহমদ ত্রিপল এফআরসিএসধারী ডাক্তার। তিনি বর্তমানে লন্ডন রয়েল হাসপাতালের সার্জারি কনসালটেন্ট হিসেবে কর্মরত।
শিক্ষাজীবনে অধ্যয়ন শেষে স্বপ্নারা খাতুন সাউথ ইস্টার্ন সার্কিট বেইসড এর লন্ডন ফ্যামিলি কোর্টে জজ হিসেবে যোগদান করেন। সার্কিট জজ পদবী ব্রিটেনে ডিস্ট্রিক্ট জজের উপরে এবং আগামীতে পদোন্নতি পেলে ব্রিটেনের হাইকোর্টের জজ হওয়ার সম্ভাবনাও রয়েছে স্বপ্নারা খাতুনের।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj