মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি:
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত “জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতি প্রতিযোগিতা-২০১৫” মাধবপুর উপজেলার সিলননায়তনে অনুঠিত হয়। উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানটি মাধবপুর উপজেলা মজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম, অনুষ্ঠান পরিচালনায় করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মাধবপুর উপজেলার সুপারভাইজার মাওলানা শাহআলম। উক্ত প্রতিযোগিতায় মাধবপুর উপজেলার সকল মাদরাসা অংশ গ্রহণ করে। এর মধ্যে সেরা সাফল্য অর্জন করেছে কমলপুর আলহাজ্ব তহুরা বেগম হাফিজিয়া মাদরাসার ছাত্র হাফেজ মোঃ মোশারফ। সে কেরাত প্রতিযোগিতায় খ গ্রুপে প্রথম স্থান ও আজান প্রতিযোগিতায় খ গ্রুপে প্রথম স্থান অর্জন করে এবং একই মাদরাসার হাফেজ মোঃ সুমন গজল প্রতিযোগিতায় ক গ্রুপে ২য় স্থান অর্জন করে। কমলপুর আলহাজ্ব তহুরা বেগম হাফিজিয়া মাদরাসা ছাত্র হাফেজ মোঃ মোশারফ ও হাফেজ মোঃ সুমন আগামী ১৫ফেব্রুয়ারি জেলা প্রতিয়োগিতায় অংশ গ্রহণ করবে। অন্যদিকে গত বৎসর উক্ত মাদরাসা থেকে ১০ মাসে কোরআন হেফজ করে হাফেজ মোঃ আল-আমিন। এমন সফল্য অর্জনের বিষয়ে মাদরাসার সভাপতি ফাউন্দাউক দরবার শরীফের ২য় সাহেবজাদা আলহাজ্ব মাওলানা ক্বারী মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমেদ জানান, মাদরাসার ছাত্র-শিক্ষদের নিয়ম মাফিক কঠুর পরিশ্রমের মাধ্যমে এমন ফলাফল হয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে ২০১৩ সালে প্রতিষ্ঠিত নতুন হাফিজিয়া মাদরাসার ছাত্ররা ভবিষ্যতে আরো সফল্য অর্জন করবে আমার দৃঢ় বিশ্বাস। এদিকে মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আনিসুর রহমান আদিল জানান আধুনিক বিশ্ব ও সময়ের দিকে লক্ষ্য রেখে মাদরাসাটি পরিচালিত হচ্ছে, তাই এমন ফলাফল আমাদের সাভাবিক, আমরা সমনে আরো ভাল সফল্য অর্জনে করতে দৃঢ় প্রত্যয়। মাদরাসার প্রধান হাফেজ মোঃ সালমান সাহেব বলেন, মাদরাসায় অভিজ্ঞ ৩জন শিক্ষক ৩৫জন ছাত্র নিয়ে মনোরম পরিবেশে আধুনিক ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। আমি আমার শিক্ষক ও ছাত্রদের নিয়ে দেশে সেরা মাদরাসা হিসাবে প্রতিষ্ঠিত করতে দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছি আল্লাহ যেন আমাদের উদ্দ্যেশ পূর্ণ করেন আমীন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj