শাহাবু্দ্দিন শুভ :: জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র নির্বাচনে তোফায়েল সামি- জগলুল পাশা- এড. জসিম আহমদ প্যানেল বিপুল ভোটে জয়ী হয়েছে। দিনব্যাপী নির্বাচনের পর বিকাল থেকে শাহ করিম-রাধারমন জন্ম -মৃত্যু শতবার্ষিকী উৎসবে রাধারমনের গান ও শাহ করিম কে নিয়ে মঞ্চ নাটক মহাজনের নাও প্রর্দশিত হয়।
আজ শনিবারের রজাধানীর রমনাস্থ ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে জালালাবাদ এসোসিয়েশ,ঢাকা’র নির্বাচনে তোফায়েল সামি- জগলুল পাশা- এড. জসিম আহমদ প্যানেল বিপুল ভোটে জয়ী হয়েছে। প্যানেলে সভাপতি হিসেবে ২য় বারের মত নির্বাচিত হয়েছেন সি এম তোফায়েল সামি। সাধারণ সম্পাদক পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২য় বার জয়ী হয়েছে সৈয়দ জগলুল পাশা।
উক্ত প্যানেলে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন জালালা আহমদ সহ-সভাপতি হবিগঞ্জ, বেগম শাহানা কবির সহ সভাপতি মহিলা, এড. জসিম উদ্দিন আহমদ কোষাধ্যক্ষ, এম এ কাদির দপ্তর সম্পাদক, রোকেয়া খাতুন রুবি মহিলা বিষয়ক সম্পাদক, এড আব্দুস শহীদ সদস্য সিলেট, আব্দুর রউফ সদস্য মৌলভী বাজার ।
এসোসিয়েশনে নির্বাচানে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন নাসির উদ্দিন আহমেদ মিঠু - সহ সভাপতি জালালাবাদ, আব্দুল কাইয়ূম চৌধুরী -সহ সভাপতি সিলেট, আব্দুল মজিদ চৌধূরী -সহ সভাপতি মৌলভী বাজার, এমআই চৌধুরী সহ-সভাপতি সুনামগঞ্জ। যুগ্ম সম্পাদক -১ ড. জিয়াউল ইসলাম মুন্না, যুগ্ম সম্পাদক ২ ফাহিমা খানম চৌধুরী মনি, শিক্ষা সাহিত্য ও প্রচার সম্পাদক মোস্তফা সেলিম, ক্রীড়া চিত্তবিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক আ ফ ম সিরাজুল ইসলাম, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক শাকুর মজিদ, সদস্য সুনামগঞ্জ- ডা. সৈয়দ ওমর খৈয়াম, সদস্য সুনামগঞ্জ - ডা. মোশতাক হোসেন চৌধুরী, সদস্য হবিগঞ্জ- ইঞ্জিনিয়ার আজিজুর রহমান, সদস্য হবিগঞ্জ -এড আবুল কালাম আজাদ , সদস্য জালালাবাদ- ইনাম মেহেদী চৌধুরী এনাম, সদস্য জালালাবাদ- সিএম কয়েস সামি, সদস্য জালালাবাদ- মফিজুর রহমান চৌধুরী নবাব, এম কামাল উদ্দিন আহমদ, ডা. সাবিবর আহমদ মুবনি, আব্দুল মজিদ চৌধুরী মিন্টু - সদস্য জালালালাবাদ,ক্যাপ্টেন মিজানুর রহমান -সদস্য জালালালবাদ, সৈয়দ বজলুল করিম বিপিএম- সদস্য জালালাবাদ।
দিনব্যাপী নির্বাচন অনূষ্টানের পর বিকাল থেকে শাহ করিম-রাধারমন জন্ম -মৃত্যু শতবার্ষিকী উৎসবের রাধারমেনর গান গেয়ে শোনান শিল্পিরা আর বাউল সম্্রাট শাহ আব্দুল করিমের জীবন দর্শন নিয়ে শাকুর মজিদ রচিত ও নীলাঞ্জনা জুই নির্দেশিত মঞ্চ নাটক মহা জনের নাও।
সিএম তোফায়েল সামি তাদের প্যানেল কে পুনরায় নির্বাচিত করা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং সংগঠন কে এগিয়ে নেওয়ার জন্য সবার সহযোগীতা কামনা কারেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj