সৈয়দ শাহান শাহ পীর,সুতাং থেকে : শিল্প দূষণেই দূষণযুক্ত হয়ে পড়েছে সুতাং নদী। দিনে-দিনে তা আরও বেশি মাত্রায় দূষণের কবলে পড়ছে সুতাং নদী। বিপন্ন হয়ে পড়ছে এর জীব-বৈচিত্র। দূষণের প্রভাব পড়ছে সুতাং নদীর তীরবর্তী মানুষের। জনস্বাস্থ্য ও পরিবেশ এখন হুমকির সম্মখিন। ফলে আদালতের নির্দেশনা এবং সরকারের পদক্ষেপ প্রায় ভেস্তে যাওয়ার উপক্রম। সরকারের নদী সুরক্ষা থুবড়ে পড়ার আশংকা। সুতাং নদী দূষণমুক্ত হচ্ছে না।
আর এ জন্য এলাকাবাসী দায়ী করছেন হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরের কোম্পানীগুলোকে । এক জরিপে জানাগেছে, সুতাং নদীসহ দেশের নদ-নদী দূষণের জন্য প্রধানত দায়ী শিল্প কল-কারখানা এবং টেনারী। প্রায় ৬০/৭০ ভাগ বর্জ্য আসে শিল্প-কারখানা থেকে, ৩০ভাগ টেনারী থেকে, আর বাকিটা আবাশিক বর্জ্য।
এক্ষেত্রে শিল্প- কারখানা গুলোর জন্য নিজস্ব ই,টি, পি, বা বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট স্থাপনা বাধ্যতামূলক। কিন্তু এগুলো কেউ মানছেন আবার কেউ মানছেন না। যারা ই,টি,পি স্থাপন করছেন তারা আবার চালু রাখছেন না। এ ব্যপারে অলিপুর প্রাণ কোম্পানীর সাথে কথা হলে কর্মকর্তারা জানান, তাদের দু’টি ই,টি, পি- আছে। চালুর ব্যপারে প্রশ্ন করলে জানান, চালু করছি চালু হবে।
উল্লেখ্য, বাংলাদেশ পরিবেশ আন্দোলন - দূষণমুক্তের উদ্যোগ প্রশংসনীয় বলে হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংগঠনের সাবেক কমান্ডার আশরাফ বাবুল চৌধুরী তিনিও বাপার সাথে একমত প্রকাশ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj