নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স দীপংকর ট্রের্ডাসের স্বত্ত্বাধিকারী দীপক দেব শহরের আলোচিত প্রতারক অসীম কুমার বনিকের বিরুদ্ধে গত বৃহস্পতিবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারনার অভিযোগ এনে ৬ লক্ষ টাকার চেক ডিজনার মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে অসীম বনিকের বিরুদ্ধে সমন জারি করেছেন। এ ঘটনায় শহরে তোলপাড় শুরু হয়েছে।
সুত্রে জানাযায়, প্রায় ১ বছর পুর্বে নবীগঞ্জ শহরস্থ ওসমানী সড়কে অবস্থিত দীপংকর ট্রেডার্স থেকে বাকিতে ৬ লক্ষ টাকার রড, সিমেন্ট ও টেউটিন নেয় শহরের মধ্য বাজার এলাকার মৃত অমিয় বনিকের ছেলে আলোচিত অসীম বনিক। তার বিপরীতে ৬ লাখ টাকার ইউসিবি ব্যাংক নবীগঞ্জ শাখার চেক প্রদান করে।
নির্ধারিত সময় অতিবাহিত হলে দীপক দেব উক্ত চেক নিয়ে ব্যাংকে গেলে দেখা যায় তার একাউন্টে পর্যাপ্ত পরিমানের অর্থ নেই। এ ব্যাপারে অসীমের সাথে যোগাযোগ করলে তাকে পূণরায় বিগত ৩০/১১/২০১৫ইং তারিখে ব্যাংকে যাওয়ার জন্য বলা হয়।
নিরুপায় হয়ে দীপক দেব তার কথা মতো উল্লেখিত তারিখে ব্যাংকে গেলে একাউন্টে পর্যাপ্ত পরিমানের অর্থ না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজনার করেন। বিশিষ্ট ব্যবসায়ী দীপক দেব বুঝতে পারেন শহরের আলোচিত ওই প্রতারক অসীম বনিক তার সাথে প্রতারনার আশ্রয় নিয়েছেন। বিষয়টি স্থানীয় মুরুব্বীয়ানদের জানিয়ে কোন সুরাহা না পেয়ে বিজ্ঞ আইনজীবির মাধ্যমে তাকে প্রথমে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়। তাতেও সে কোন কর্ণপাত না করায় অবশেষে গত ২৮ জানুয়ারী বৃহস্পতিবার হবিগঞ্জের আদালতে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক আসামী অসীম বনিকের বিরুদ্ধে সমন জারি করেন। এদিকে উক্ত মামলার খবর এলাকায় পৌছলে শহরব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে। উক্ত অসীম বনিকের বিরুদ্ধে আরো নানা অভিযোগ রয়েছে। এছাড়া ভুমি দস্যু হিসেবেও তার অনেক খ্যাত রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj