নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জে বিবিয়ানা কসবা ফেরী নদী লিজ নিয়ে প্রতারনার অভিযোগে ইউপি আওয়ামীলীগ সভাপতির বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত ঐ জলমহালে ১৪৪ ধারা জারি করে জলমহাল আইনে সংশ্লিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নবীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের কুবাদ উল্লার পুত্র শোয়েব আহমদ বাদি হয়ে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ রয়েছে- বিবিয়ানা গ্যাস ফিল্ডের পাশে কসবা ফেরী নদী মৎস্য প্রকল্পটি দীঘলবাক ইউপি আওয়ামীলীগের সভাপতি কসবা গ্রামের গোলাম হোসেন জনৈক প্রানেশ সরকারের নাম ব্যবহার করে সরকারের কাছে থেকে ৬ বছরের জন্য লীজ গ্রহন করেন। ঐ লীজের কাগজ দিয়ে কসবা গ্রামের আরো ৬ জনের কাছে থেকে লিখিত চুক্তি নামার মাধ্যমে ব্যবসায়ী অংশীদার হিসাবে তাদের কাছে থেকে প্রায় ১০ লক্ষ টাকা গ্রহন করে মৎস্য প্রকল্পে ব্যবসা শুরু করেন। পরে তিনি ঐ টাকার কোন হিসাব না দিয়ে গোলাম হোসেন নিজেই মৎস্য প্রকল্পটি দখল এবং আত্বসাত করেন।
ঐ আসামী গোলাম হোসেনের বিরুদ্ধে কসবা গ্রামে ত্রিপল মাডার মামলা সহ আরো অনেক সন্ত্রাসী ও মারামারির মামলা রয়েছে। তিনি এলাকায় ত্রাসের রাজা হিসাবে পরিচিতি লাভ করেছেন।
এ ব্যাপারে শোয়েব আহমদ দীঘলবাক ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন বলেন- আমাদের সাথে প্রতারনা করে প্রায় ২০ লক্ষ টাকা আত্বসাত করেছেন। এর মধ্যে চুক্তি করে নিয়েছেন ১০ লক্ষ টাকা আরো বিভিন্ন খাত দেখিয়ে বাকি চেক মাধ্যম ও নগদ নিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj