শ্রীমঙ্গল প্রতিনিধি : ॥ বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সদর দপ্তরে বিজিবি অভিযানে উদ্ধারকৃত প্রায় ২ কোটি ১৫ লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দপুর ১২টা ১৫ মিনিটে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে এ মাদবদ্রব্যগুলো ধ্বংসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবি সরাইল রিজোন এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ফজলে কাদের আহমেদ।
এসময় অনান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিবিজি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল তারিকুল ইসলাম খান, ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ, ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সাজ্জাদ, মেজর সাহেদ মেহের, মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফারুখ আহমদ, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল ইসলাম, মো. মেজর সাহেদ মেহের, মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার, মো. শাহীন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল হক, সহকারী কমিশনার ভূমি নুরুল হুদা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শাহ আলম।
বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল তারিকুল ইসলাম খান জানান- এ ধ্বংস অনুষ্ঠানে ৪৬ বিজিবির ও ৫৫ বিজিবির অভিযানে উদ্ধারকৃত ২ কোটি ১৪ লক্ষ ৫১ হাজার ৭শত ৩৭ টাকার মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। এর মধ্যে বিদেশী মদ ৮৩৯২ বোতল, ফেনসিডিল ২০৩০ বোতল, কোরেক্স- ৩৮৪ বোতল, গাঁজা ৫৩৩.৬৫০ কেজি ও দেশী মদ ১৫০ লিটার, বিয়ার ৬৪, সেনোগ্রা ট্যাবলেট ৩৫২০ পিস, ইয়াবা ৩১৬ পিস, আঁতসবাজি ৫৯৫৪০ পিস।
তিনি জানান- ৪৬ ও ৫৫ ব্যাটালিয়নের অভিযানে মৌলভীবাজার ও হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে এ মাদকদ্রব্যগুলো উদ্ধার হয়। যা ধ্বংসের মধ্য দিয়ে যুবসমাজকে সচেতন করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj