নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে বিএনপি ও সহযোগী এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকালে বিএনপির মনোনিত নব নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী’র সংর্বধনা অনুষ্টানে প্রটোকল এবং যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দকে যথাযথ মূল্যায়ন না করায় নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এছাড়া আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বাউসা ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান আনোয়ারুর রহমান স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাস কাটিয়ে বিএনপিতে যোগদানের ঘটনায় স্থানীয় ইউপি বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
নির্ভরযোগ্য একটি সুত্রে জানাযায়, গত সোমবার রাতে বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুর রহমান স্থানীয় বিএনপি নেতাকর্মী ব্যতিত অনেকটা নাটকীয় ভাবে নীরবে কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার বাসভবনে বিএনপিতে যোগদান করেন। মুর্হুতের মধ্যে খবরটি এলাকায় ছাউড় হলে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারা জানান, দলের পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে নব্য বিএনপিতে আসা কাউকে আসন্ন ইউপি নির্বাচনে মনোনয়ন দিলে সেটা দলের জন্য মঙ্গলজনক হবে না।
এদিকে মঙ্গলবার বিকালে নব নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে এক সংর্বধনা দেয়া হয়েছে। উক্ত সংর্বধনা অনুষ্টানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের অনেক দায়িত্বপূর্ণ নেতাদের প্রটোকল অনুযায়ী মাইকে নাম ঘোষনা ও বক্তব্যের সুযোগ না দেওয়ায় নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া ও উত্তেজনা দেখা দিয়েছে। অনেকেই নীরবে অনুষ্টানস্থল ত্যাগ করে চলে আসেন বলে সুত্রে জানাগেছে। এছাড়া অনেক পদপদবীর গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা উক্ত অনুষ্টান সম্পর্কে নিয়ে বিরূপ প্রতিক্রিয়া অবগত নয় বলেও জানিয়েছেন। ফলে নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj