এম এ আই সজিব ॥ নামেই কমিউনিটি ক্লিনিক। যেখানে সেবা নিয়ে রয়েছে অন্তহীন অভিযোগ। চুনারুঘাটের অধিকাংশ কমিউনিটি ক্লিনিক থেকে কাঙ্খিত সেবা পাচ্ছেন না প্রত্যন্ত এলাকার জনসাধারণ। স্বাস্থ্য বিভাগের কাগজে-কলমে সপ্তাহের ৬ দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব ক্লিনিক খোলা রেখে তৃণমূলের মানুষকে প্রাথমিক চিকিৎসা সেবা, ওষুধ ও পরামর্শ দেয়ার সরকারি বিধান থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। অধিকাংশ ক্লিনিকেই সময় মতো দায়িত্বপ্রাপ্তরা আসেন না। কিংবা আসলেও দুপুর ১২ টার পর সেখানে আর কাউকে খুঁজে পাওয়া যায় না।
তাই গ্রামীণ পর্যায়ে রোগীরা এসব ক্লিনিক থেকে কাঙ্খিত সেবা পাচ্ছেন না। প্রথমে জোরেসোরে শুরু হলেও বর্তমানে কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবার মান নেই বললেই চলে। তদারকি কার্যক্রমের গতি অনেক কমে গেছে। উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলো আগে মাঝে মাঝে খোললেও বর্তমানে তা নিয়মতিই বন্ধ থাকছে। সরেজমিনে গাজীপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, রাজার বাজার উপ-স্বাস্থ্য কেন্দ্র, দেওরগাছ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র , পাইকপাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র , শানখলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উবাহাটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র,, সাটিয়াজুরী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, রাণীগাঁও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও মিরাশী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঘুরে দেখা যায়, অধিকাংশ ক্লিনিকে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা স্থানীয় এলাকার বাসিন্দা হওয়ায় অনেকেই ব্যক্তিগত কাজ নিয়ে বাসা-বাড়িতে ব্যস্ত থাকায় কর্মস্থলে আসেন না।
এছাড়াও যারা জেলা কিংবা উপজেলা সদরে অবস্থান করেন তাদের ক্ষেত্রে কর্মস্থলে নিয়মিত না আসার প্রবণতা আরো ভয়াবহ।ক্লিনিকগুলো থেকে ৩০ প্রকারের ওষুধ ছাড়াও পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করে এমন নারীদের সুখি ট্যাবলেট ও পুরুষদের কনডম দেয়ার কথা। সপ্তাহের ৭দিনই বন্ধ থাকায় কিছুই পাচ্ছেন না উপকারভোগীরা। এ উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে কোনো মেডিকেল অফিসার ভিজিট করেন না বলে অভিযোগ রয়েছে।
ক্লিনিকগুলো বন্ধসহ বিশেষজ্ঞ কোনো চিকিৎসক না থাকায় রোগীদের পড়তে হচ্ছে বিপাকে। এর ফলে সর্দি-কাশি বা ডায়রিয়ার মতো সাধারণ কিছু রোগ ছাড়া অন্য কোনো জটিল রোগের চিকিৎসা করতে পারছেন না হতদরিদ্র রোগীরা। বাধ্য হয়েই রোগীদেরকে শহরের বেসরকারি ক্লিনিকগুলো ও উপজেলা স্বাস্থ্য কমপেক্স এবং জেলা সদর হাসপাতালে যেতে হচ্ছে।
গ্রামের গরিব অসহায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের পাইকুড়া গ্রামে নির্মিত কমিউনিটি ক্লিনিকটি সব সময় বন্ধ থাকছে। সেবা দানকারী কর্মীর অনুপস্থিতি ও ক্লিনিক বন্ধ থাকায় চিকিৎসা নিতে আসা মানুষ চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। গ্রামীণ জনগোষ্ঠির দোড়গোঁড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকারের প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিকগুলো খুব একটা কাজে আসছে না।
শুধুমাত্র চুনারুঘাট উপজেলা নয়, জেলার অন্যান্য উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোর চিত্র ঠিক একই রকম। বেশিরভাগের অবস্থা খুবই নাজুক। এসব ক্লিনিকগুলোতে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ আর সংশিষ্টদের নজরদারির অভাবে গ্রামীণ দরিদ্র্য জনগোষ্ঠিকে স্বাস্থ্যসেবা দেয়ার জন্য সরকারের প্রচেষ্টা ভেস্তে যাচ্ছে। তবে ক্লিনিকগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করে যদি ঠিকমতো নজরদারিতে রাখা যায় তাহলে সরকারের প্রচেষ্টা অনেকাংশেই সফল হবে বলে মনে করছেন ভুক্তভোগীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক চুনারুঘাট উপজেলার কমিউনিটি হেলথ কেয়ারের এক প্রোপাইডার জানান, তিনি সময় মতো সপ্তাহের ৬ দিনই কর্মস্থলে আসলেও স্বাস্থ্য সহকারী এবং পরিবার কল্যাণ সহকারীরা ৩ দিন কর্মস্থলে আসেন না। বিশেষ করে পরিবার কল্যাণ সহকারীরা নিয়মিত কেন্দ্রে না আসায় নারী রোগীদের নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। অনেক মহিলা নারী রোগীকে বাধ্য হয়ে উপজেলা সদরে যেতে হয়। সরকারি নির্দেশনা থাকলেও দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসারদের অনেকেই কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে যান না। তারা উপর মহলকে ম্যানেজ করেই কর্মক্ষেত্রে গাফিলতি করছেন বলে জানান ওই হেলথ কেয়ারের এক প্রোপাইডার।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন হেলথ প্রোপ্রাইডার জানান, ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে তাদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে।
ইতোমধ্যে শেষ হয়েছে তাদের সরকারি চাকরির বয়সও। ফলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থাকায় কর্মস্থলে মনোযোগ দিতে পারছেন না তারা । তাই তারা কার্যক্রম চালাচ্ছেন অনেকটা দায়সারাভাবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj