মতিউর রহমান মুন্না::
সিলেট বিভাগে প্রথমবারের মত নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ‘বিজনেস আইডিয়া এক্সিবিশন’ আয়োজন করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের বিবিএর শিক্ষার্থীরা সাতটি স্টলে দশটি বিজনেস প্রজেক্ট প্রদর্শন করে। নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিজনেস ক্লাব এ এক্সিবিশনের আয়োজন করে।
শনিবার সকাল ১১টায় এক্সিবিশন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম খলিলুর রহমান।
এ সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব ন্যাচারাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন প্রফেসর ড. মো. আব্দুল মজিদ, বোর্ড অব ট্রাস্টি’র সচিব আরিফ ইকবাল, বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের প্রজেক্ট ডিরেক্টর মঞ্জুর কাদির এলিম, গ্রামীণ ফোন লিমিটেডের রিজিওনাল সেলসের প্রধান আব্দুল্লাহ মামুন খান, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের পরামর্শক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ড. মুন্সী নাসের ইবনে আফজাল, বিজনেস ক্লাবের মডারেটর মো. আরিফুল হক চৌধুরী, সহযোগী মডারেটর শামীম আল আজিজ লেলিন, জাহানজের ইবনে খালেদ প্রমুখ।
ড. মুন্সী নাসের ইবনে আফজাল জানান, শিক্ষার্থীদের সাথে ইন্ডাস্ট্রিজের সম্পর্ক স্থাপন এবং তাদের মধ্য থেকে নতুন আইডিয়া বের করে নিয়ে আসা এই এক্সিবিশনের প্রধান লক্ষ্য। সামনে এ ধরণের এক্সিবিশন হলে নতুন কর্মসংস্থান তৈরী হবে।
এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন ষ্টল প্রদক্ষিণ করেন।
ষ্টলগুলো হচ্ছে নামজাদা প্রোডাক্ট কোম্পানি (জহির, মাহদি, ফরহাদ, ইমরান, আল-ইমরান), দ্যা ড্রিমারর্স (প্রভাকর, কাউসার, রোপন, রউফ, ত্রপা, লিমা), টিম নেকসাস (তাহরিমা আফরিন, জামিল, ফাতেহা, রোমান), প্রিমিয়ার গ্রুপ (ইসফাক রায়হান, নাসরুল, ফরহাদ, তারিক, শাহানূর), ক্রিয়েটিভ স্কোয়ার্ড (রাহাত, সুমেল, তাজিদুল, সামিয়া, তাসলিমা), সেকেন্ড হ্যান্ড ষ্টল (সজিব, নোমান, তাহিয়া, সাগর, অভ্র, মাসুক) এবং “প্রয়োজন” নামের একটি ষ্টল। পরে আয়োজক ছাত্রদের মধ্যে আহমেদ শাহজাহান, নিকুঞ্জ মল্লিক, কনিক চৌধুরী, তন্ময়, হুমায়ুন, তামিম, ফারজানা, লুবাবা, সুমনা, আফরিন নিশা, আবিদা, বেলায়ত আহমেদ প্রমুখ দুপুর ২ ঘটিকায় অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj