বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বসছে জমজমাট জুয়ার আসর।
এলাকাবাসী সুত্রে জানাযায়, সুতাং রেলস্টেশনের পাশে,আলগাপুর-আমিনপুরের মধ্যখানে এবং বারলাইরা,শ্রীরামপুর ও পুরাসুন্দার মধ্যবর্তী স্থানে সুতাং নদীর পাশে এবং গাছের নিচে একটি চিহ্নিত জুয়ারি চক্র প্রায় প্রতিদিনই রাত দিন জুয়ার আসার বসায়।
এসব জোয়ার আসরে দেশের বিভিন্ন স্থান থেকে নামধারী জোয়াড়িরা এসে জড়ো হয়। খেলা চলাকালিন সময়ে বিভিন্ন ধরনের মাদকও সেবন করেন জোয়াড়িরা। জোয়ার আসরে টাকা হারিয়ে অনেকেই নেমে পড়ে চুরি ছিনতাইয়ে। তাই এলাকায় বৃদ্ধি পেয়েছে চুরি ছিনতাই।
এ ছাড়াও এলাকার আরো অনেক স্থানে দিনরাত চলে এই জমজমাট জুয়ার আসর। এখানে প্রতিদিন গভীর রাত পর্যন্ত লক্ষ লক্ষ টাকার খেলা চলে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, সিএনজি,নোহা, কার, লাইটেস ও মটর সাইকেল যোগে জোয়াড়িরা আসরে যোগ দেয়। সারারাত খেলার পর ভোররাতে নিরাপদে ঘরের ছেলে ঘরে ফিরে যায়।
এলাকাবাসীর অভিযোগ, এসব জোয়ারীদের বিরুদ্ধে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার মাতব্বররা কোন ব্যবস্থা গ্রহন করছেননা কেন ? এই সব জোয়ার আসর বসতে থাকলে এতে করে এলাকার উঠতি বয়সের যুবকরা দিন দিন বিপতগামী হয়ে যাচ্ছে। এ নিয়ে মহা দুশ্চিন্তায় রয়েছেন সমাজের সচেতন মহল। এ ব্যাপারে উর্ধ্বত্তন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন সুশিল সমাজের লোকজন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj